Site icon Trickbd.com

Termux দিয়ে Ubuntu ইনস্টল করুন আপনার ফোনে। [Root+unroot]

আজকে দেখাবো কিভাবে termux এর Ubuntu ইনস্টল করতে হয় ।

কেন Ubuntu ইনস্টল করবো ? 

সবচেয়ে জনপ্রিয় হচ্ছে Kali Linux,  কিন্তু আমাদের ফোনে Kali install করতে হলে ১০Gb মতো স্টোরেজ লাগে এটা সবার ফোনে ইনস্টল করা খুব কষ্ট কর ।

আর এমন কিছু টুলস আছে যেগুলো Ubuntu ছাড়া রান হবে না। আর মোট কথা হচ্ছে Ubuntu খুব কম স্টোরেজ লাগে তাই খুব সহজেই ইনস্টল করা যায় ।

Ubuntu কি এই গুলো বর্তমান সবাই জানে তাই সেগুলো নিয়ে বিস্তারিত বলছি না । মূল কাজে চলে যাই।

 

প্রথমে আমরা termux এ যাবো এবং আপডেট করে নিবো।

 

pkg update -y

এখন আমরা Wget প্যাকেজ ইনস্টল করবো ।

 

apt-get install wget -y

যেহেতু আমরা Ubuntu ইনস্টল করবো তাই আমাদের proot প্যাকেজটি লাগবে ।

 

apt-get install proot -y

যেহেতু আমাদের repository গুলো গিট হাবে তাই গিটহাব প্যাকেজটি ইনস্টল করবো ।

apt-get install git -y

এখন গিটহাব থেকে ফাইলগু‌লো ডাউনলোড করবো ।

 

git clone https://github.com/MFDGaming/ubuntu-in-termux.git

ডাউনলোড হলে ls দিবো এবং  ফোল্ডারটির ভিতরে প্রবেশ করবো ।

cd ubuntu-in-termux

আবার ও ls দিবো এবং ফাইলগু‌লো কে পারমিশন দিবো

chmod +x ubuntu.sh

এখন মেইন টুলসটি ইনস্টল দিবো ।

./ubuntu.sh -y

ইনস্টল successful আসলে আমরা Ubuntu তে রান করবো ।

./startubuntu.sh

দেখতে পাচ্ছেন আমার Ubuntu রান হয়ে গেছে এখন আপনি সকল ধরনের টুলস ইনস্টল করতে পারবেন।

তো যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তারা চাইলে ভিডিওটি দেখতে পারেন ।

তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ।

Facebook

YouTube