Site icon Trickbd.com

কবে আসছে উইন্ডোজ ১২ ?

মাইক্রোসফট তাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেমের নতুন ভার্সন নিয়ে আসার জন্য জোরকদমে কাজ করছে। প্রাথমিকভাবে যার কোড নাম দেয়া হয়েছে ‘Hudson Valley (হাডসন ভ্যালি)’। যা উইন্ডোজ ১২ নামে বাজারে পাওয়া যাবে।

রিপোর্ট অনুযায়ী, Windows 12 অপারেটিং সিস্টেম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) এর উপর ভিত্তি করে ডেভেলপ করা হচ্ছে। নতুন আপডেটে কৃত্রিম বুদ্ধিমত্তার পাশাপাশি অপারেটিং সিস্টেমে বড় ধরনের পরিবর্তন আনা হবে।

Windows Copilot AI is the new Start button, says Microsoft CEO | PCWorld

এর মূল ফিচারগুলোর মধ্যে রয়েছে এআইচালিত একটি উইন্ডোজ শেল এবং একটি উন্নত কোপাইলট এআই অ্যাসিস্ট্যান্ট। ফাংশনগুলো উন্নত করতে ব্যাকগ্রাউন্ডে কাজ করার জন্য অ্যাসিস্ট্যান্টটি ডিজাইন করা হয়েছে। যার মধ্যে সার্চ, অ্যাপ্লিকেশন লঞ্চ, ওয়ার্কফ্লো ম্যানেজমেন্ট এবং কনটেক্সট আন্ডারস্ট্যান্ডিং অন্যতম।

Windows 12: Everything to know about release date, price & features

বাজারে কবে আসছে উইন্ডোজ ১২ ?

এইবিষয়ে মাইক্রোসফট এখনও কিছু না জানালেও গ্লোবাল টেকনোলজি কনফারেন্সে ইনটেল সিএফও জানান, ‘২০২৪ ব্যবহারকারীদের জন্য চমৎকার একটি সময় হবে। মাইক্রোসফট নিয়মিত আপডেট দিচ্ছে। আর আপডেটের এই বহর থেকে আন্দাজ করা যায় শীঘ্রই তারা নতুন উইন্ডোজের সংস্করণ নিয়ে আসতে চলেছে।

গিজমোচায়নার প্রতিবেদনে বলা হয়, নতুন আপডেট ২০২৪ সালের দ্বিতীয়ার্ধে প্রকাশ করা হবে।

 

আজকের পোস্ট এই পর্যন্তই, পোস্টের কোন অংশে ভুলক্রটি হলে সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

এই পোস্ট সহ যেকোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতেঃ
Facebook – Instagram – My Telegram Channel

ফ্রী তে Windows 10/11 এর Pro Activation Key পেতে আমার Telegram Channel থেকে ঘুরে আসতে পারেন।

সবাই ভাল থাকুন সুস্থ থাকুন আর নিয়মিতো ট্রিকবিডির সাথেই থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি ,ধন্যবাদ।

আল্লাহ হাফেজ

Exit mobile version