ট্রিকবিডিতে সবাইকে স্বাগতম



বর্তমানে স্মার্টফোন ফটোগ্রাফির যুগে ছবি এডিটিং সফটওয়্যার হিসেবে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে Adobe Lightroom Mobile। এটি সহজেই ব্যবহারযোগ্য এবং পেশাদার মানের ছবি তৈরি করার জন্য দারুণ সব ফিচার অফার করে। বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর বা ফটোগ্রাফির দিকে অধিক আগ্রহী, তাদের জন্য Lightroom Mobile একটি পারফেক্ট টুল।

আর lightroom mobile নিয়ে আলোচনা করলে প্রথমেই যে বিষয়টি চলে আসে সেটি হচ্ছে preset.
Preset হচ্ছে এক ধরনের প্রি-সেভড ফিল্টার বা সেটিংস যা একটি নির্দিষ্ট লুক বা কালার গ্রেডিং প্রদান করে। আপনারা প্রায়স‌ই দেখবেন বিদেশি কন্টেন্ট ক্রিয়েটররা তাদের editing এর preset পেইডভাবে বিক্রি করে।


তবে যদি নির্দিষ্ট কোনো আর্টিস্ট ছাড়া বিভিন্ন প্রকার editing tutorial আর premium preset একজায়গায় পেতে চান, তার জন্য সেরা একটি ওয়েবসাইট phLearn.

Phlearn ওয়েবসাইটে আপনারা বিভিন্ন প্রকার এডিটিং শিখতে পারবেন। এখানে বিভিন্ন সেকশনে কালার গ্রেডিং, রিটাচিং, প্রোডাক্ট ফটোগ্রাফি আর ফ্যাশন ফটোগ্রাফির উপর টিউটোরিয়াল পেয়ে যাবেন। এক‌ই সাথে টিউটোরিয়াল এর সাথে পাবেন .xmp ফরম্যাটে সেটিংস। অর্থাৎ আপনারা ভিডিও না দেখেই এই সেটিংস কেবল ডাউনলোড করে ইমপোর্ট করে ব্যবহার করতে পারবেন।

চলুন শুরু করা যাক



প্রথমত আপনার লাগবে Kiwi Browser.
Kiwi browser বর্তমানে প্লে স্টোর থেকে রিমুভ করা। তাই এটি ডাউনলোড করার জন্য আপনারা গুগলে কিংবা apkpure সাইটে পেয়ে যাবেন।

দ্বিতীয়ত লাগবে একটি এক্সটেনশন। এক্সটেনশন এর জন্য নিচের লিংকে ক্লিক করুন

এক্সটেনশন লিংক ( এখানে ক্লিক করুন)

অতপর kiwi browser অপেন করে extension এ ক্লিক করে install from zip দিয়ে আপনার ডাউনলোড করা ফাইলটি ইমপোর্ট করে নিবেন।

এরপর আপনারা usa vpn কানেক্ট করে নিবেন। এটি ম্যান্ডেটরি

এরপর নিচের লিংকটি কপি করে‌ নিন

সরাসরি url না দিয়ে নিচের লিংকটি কপি পরে kiwi ব্রাউজারে পেস্ট করে দিন।

🥳https://phlearn.com/#dotbypasser🥳

এটিতে ক্লিক করলে নিচের মতো ওপেন হবে।

এরপর ছবির মতো ফলো করুন


এখন রেজিস্টার with gmail দিবেন।

এরপর নিচের ছবির মতো কার্ড দিবেন+ জিপ কোর্ড।

Zipcode 10080

Seetings থেকে‌ extension টি অপেন করে নিবেন

ছবির মতো সেটিংস করবেন।

অবশ্য‌ই configuration এ bin number দিতে ভুলবেন না


এরপর place order এ ক্লিক করবেন।

এরপর নিচের স্টেপ



এমন error আসবেই। আপনারা টানা ১০ ১২ order ক্লিক করবেন। Extension অটো কার্ড যোগ করবে। আপনারা খালি দেখে থাকবেন। ঐ সময় 2nd step থেকে third step আবার 2nd step 3rd step redirect করবে। সবশেষে দেখবেন হিট!!!

তো, আজ এই পর্যন্তই। আশা করি, আজকের পোস্টটি আপনাদের ভালো লেগেছে। ট্রিকবিডিতে সাথেই থাকুন, নতুন টিপস ও ট্রিকস নিয়ে আবার দেখা হবে!

9 thoughts on "Phlearn Subscription হ্যাক করে Lightroom এর জন্য প্রিমিয়াম preset নিয়ে নিন একদম ফ্রিতে!"

  1. Siam Contributor says:
    hoy nh bhai
    1. Siam Contributor says:
      sorry bhai onek bar try korar por hoye gece..helpful post
    2. Avatar photo Cyber Grindelwald Author Post Creator says:
      আমরা যারা ট্রিকবিডিতে পোস্ট করি আমাদের ভাই সবকিছু টেস্ট করেই দিতে হয়, নাহলে কাজ না করলে বা মিথ্যা কিছু দিলে একাউন্টে পেনাল্টি থাকে। একটু ভালোভাবে ট্রাই করলে সবা‌ই ভাই ট্রিকসগুলো ব্যবহার করতে পারে।
      আপনারা মন্তব্যের জন্য ধন্যবাদ 😀
  2. zabir Contributor says:
    Preset download করব কিভাবে?
  3. Avatar photo Cyber Grindelwald Author Post Creator says:
    Course সেকশনের ফাইল অংশে
  4. RANehal Contributor says:
    preset zip kre share kren kew, author vai please
  5. Avatar photo sojeeb Contributor says:
    configuration এ কোন bin number দিব ভাই ?
    1. Avatar photo Cyber Grindelwald Author Post Creator says:
      ছবিরটা

      4312316013

  6. Avatar photo sojeeb Contributor says:
    Tnx Bro” Hoicee

Leave a Reply