আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা আপনাদের সবার?

আশা করি আপনারা সবাই ভাল আছেন, এন্ড অনেকদিন পর আজকে পোস্ট লিখতে বসলাম।

পোস্টের টাইটেল দেখেই হয়তোবা বুঝে গেছেন আজকে আমি কি নিয়ে আলোচনা করব।

 

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটি এক্সটেনশন,

যার মাধ্যমে আপনারা খুব ইজি ভাবে ইউটিউব অ্যাড ব্লক করতে পারবেন।

এই এক্সটেনশনটা মূলত ক্রোম ব্রাউজার ইউজারদের জন্য অনেক কাজে দিতে পারে।

 

এখানে অনেকে আছে যারা কিনা  Brave ব্রাউজার ব্যবহার করে থাকে। তাদের জন্য  Extension  এর কোন প্রয়োজন নাই।

আমি মূলত এই পোস্টটি লিখতেছি শুধুমাত্র ক্রোম ইউজারদের জন্য।

আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন।

 

কিছুদিন আগে আমি ইউটিউব অ্যাড ব্লক করার জন্য বেশ কিছু Extension  খুঁজছিলাম। যার মধ্যে বেশিভাগে কাজ করতে ছিল না।

মাঝে মাঝে যদিও দুই একটা কাজ করছে, তবে কিছুক্ষণ পরেই সেগুলো ব্ল্যাক স্কিন হয়ে যাচ্ছিল।

আর এরপরে আমি খুঁজতে খুঁজতে দারুন একটি এক্সটেনশন পেয়ে যাই।

এর নাম হচ্ছেঃ  AdGuard AdBlocker

 

 

এটা ইন্সটল করার লিংক আমি নিচে দিয়ে দিলামঃ এখানে Install করতে ক্লিক করুন ।

আর কোনরকম ঝামেলা ছাড়াই AdGuard AdBlocker খুব সুন্দর কাজ করে থাকে।

আপনারা স্ক্রিনশটের মধ্যে দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে এসে youtube থেকে কয়টি অ্যাড ব্লক করেছে।

আর এই এক্সটেনশনের মধ্যে কোন রকমে ব্ল্যাক স্কিন আসে না।

আর আমি অনেকদিন ধরে এটা ব্যবহার করতেছি। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক।

তো আশা করি অনেকের এই জিনিসটা কাজে দিবে। তাই আর কথা না বাড়িয়ে আজকের পোস্ট এতোটুকুই।

 

দেখা হবে অন্য কোনদিন অন্য কোন পোস্টে।

বোনাস টিপসঃ 

আপনারা যারা ক্যানভা প্রো একাউন্ট নিতে চান, তারা নিচ থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে , সেখান থেকে ইনভাইট লিংকে ক্লিক করলে পেয়ে যাবেন।

আমার টেলিগ্রাম চ্যানেল

7 thoughts on "YouTube Ads Block এর জন্যে বেষ্ট Extension !"

  1. Md Kayum Contributor says:
    কে ভাই আপনি ?
    ট্রিকবিডিতে নতুন নাকি,,?
    ট্রিকবিডিতে আজকাল কিসব পোষ্ট হয় ।
  2. Avatar photo AMRITAMSU Contributor says:
    Nice post. Thanks
  3. Avatar photo Anas Contributor says:
    just get BRAVE
  4. KingRishad Contributor says:
    uBlock Origin বেস্ট। এটার উপরে কোন অ্যাডব্লকার নাই।
  5. Avatar photo Nishat Contributor says:
    Brave Browser Best 👍
  6. Avatar photo Sk Sourav Contributor says:
    সব চেয়ে বেস্ট YOUTUBE Adblocker এর extension হলো ” Ublock Origin”

Leave a Reply