Be a Trainer! Share your knowledge.
Home » Apps review » এবার মোবাইল দিয়ে বানিয়ে ফেলুন pdf file বা বই,খুব সহজে, সবাই পারবেন।

এবার মোবাইল দিয়ে বানিয়ে ফেলুন pdf file বা বই,খুব সহজে, সবাই পারবেন।

“আসসালামু আলাইকুম”

কেমন আছেন সবাই?

trickbd আমার একটি প্রিয় পরিবার।
সেই ২০১৬ সাল থেকে trickbd এর সাথে আছি।তবে তখন কেবল শুধু পোস্ট দেখতাম।
এখন ভাল লাগছে আমি ও এই পরিবারে পোস্ট করতে পারছি।
তো কাজের কথায় আসিঃ—

এখন মোবাইল দিয়ে pdf ফাইল তৈরি করতে পারবেন একটি apps দিয়ে।

Apps name :Camscanner
Size :May be 34-35 mb
playstore এ ই পাবেন।

ss→→→→↓↓↓↓↓↓←←←←

তো প্রথমে apps টির ভেতরে যাবোঃ–

তারপর,চাইলে Sing in বা Register করতে পারেন,আর নয় তো মার্ক করা অপশনে ক্লিক করুন।

এবার start scanning এ ক্লিক করুন।

যে বইটি কে pdf বানাতে চান তার,ফটো তুলুন।
তারপর টিক চিহ্নতে ক্লিক করুন।
নিচের মতো আসবে,এবং অটোমেটিক ক্রোপ হবে।আর চাইলে
আপনি ও ক্রোপ ঠিক করতে পারবেন।

এখন এটার বিভিন্ন রকমের look দিতে পারবেন।
যেমন-auto,magic,bright

এই রকমের করে বইয়ের পিক তুলে, তারপর বেক বাটনে এ আসুন।মার্ক করে, শেয়ারে ক্লিক করুন।দেখুন দুটি অপশন, একটি pdf এবং আরেকটি img ।। Pdf file এ ক্লিক করে,শেয়ারইট এ ক্লিক করুন।

শেয়ারইট এ ক্লিক করার সাথে সাথেই pdf ফাইলটি আপনার file menegar এ save হয়ে যাবে।নিচে দেখুন আমার pdf টি চলে এসেছে।

এবার pdf file টি open করলাম।
দেখুন।নিচে তার ফলাফল।

বিঃদ্রঃ শেয়ারইট,ও অন্যান্য ss ও দিতাম কিন্তু অনেক বড় হয়ে যায়।

trickbd তে এটি প্রথম পোস্ট।তাই ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এবং যদি পাড়েন তাহলে,আমার ভুল গুলো দরিয়ে দিবেন।

7 years ago (Feb 26, 2018)

About Author (8)

MD Robin Bhuiyan
author

কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেয়া হইবে। (আল-হাদিস)

16 responses to “এবার মোবাইল দিয়ে বানিয়ে ফেলুন pdf file বা বই,খুব সহজে, সবাই পারবেন।”

  1. Avatar photo Mahfuz55 Author says:

    দুইটা পোস্টে কেমনে অথর।তাছাড়া এটার চাইতে Adobe Reader দিয়ে pdf ফাইল বানানো যায়।

  2. Avatar photo Nurul Contributor says:

    Mahuj
    tai jodi bujte!! or post aro pending e asee.

  3. Avatar photo Minhazmm Author says:

    amar profile e giye ektu dekhe ashun ei post kora hoichilo.

  4. AR Robin Contributor says:

    vai..valo post korte hoy
    ami 4ta post koresilam,temon mansommoto money hoinai.
    tai author request deyar pore sorry ase

  5. SojeeBosS Contributor says:

    aro 2bochor aage theke jani ei app somporke bangalink fan page-e post ache…jotto sob faltu post…

Leave a Reply

Switch To Desktop Version