Site icon Trickbd.com

নতুন সংযোগে ৪ জিবি ইন্টারনেট একদম ফ্রি!

Unnamed

স্টার্ট-আপ অফার নতুন সংযোগে ৪ জিবি ইন্টারনেট একদম
ফ্রি!২৯ এপ্রিল ২০১৬ থেকে অ্যাক্টিভ হওয়া
সংযোগে যেকোন অ্যামাউন্ট রিচার্জেই
(১০ টাকা বা অধিক) গ্রাহকরা প্রতি মাসে
১ জিবি করে সর্বমোট 4GB বোনাস
ইন্টারনেট পাবেন
প্রথম ইন্সটলমেন্ট পেতে গ্রাহককে অবশ্যই যেকোন অ্যামাউন্ট (১০ টাকা বা অধিক)
রিচার্জ করতে হবে
অবশিষ্ট ইন্টারনেট ভলিউম পেতে ৩০তম,
৬০তম, ৯০তম দিনে গ্রাহকের মূল
অ্যাকাউন্ট থেকে যেকোন পরিমাণের
ব্যবহার থাকতে হবে প্রতি ১ জিবি ইন্টারনেট বোনাসের
মেয়াদ ১৫ দিন
বোনাস ইন্টারনেট ব্যালেন্স চেক করতে
ডায়াল *124*1010#
ব্যবহারের সময়: রাত ১২টা থেকে দুপুর ১২টা

নতুন সংযোগে মাত্র ১৯/৩৯/৫৯ টাকা
রিচার্জ করলেই পাবেন সেরা কল-রেট সকল প্রিপেইড সাবস্ক্রাইবার যারা ২৯
এপ্রিল ২০১৬ বা এরপর তাদের সংযোগটি
ব্যবহার শুরু করেছেন এই অফারটি শুধুমাত্র
তাদের জন্য প্রযোজ্য
সকল নতুন গ্রাহকরা ঠিক ১৯/৩৯/৫৯ টাকা
রিচার্জ করে বাংলালিংক নাম্বারে ২৫ পয়সা/মিনিট এবং অন্য অপারেটরে ৬০
পয়সা/মিনিট রেটে ১ সেকেন্ড পালস সহ
স্পেশাল ট্যারিফ উপভোগ করতে পারবেন।
শুধুমাত্র প্রথমবার ৩৯ এবং ৫৯ টাকা
রিচার্জে স্পেশাল ট্যারিফ প্রযোজ্য
হবে অফার চলাকালীন সময়ে ৩৯ এবং ৫৯ টাকা
রিচার্জ অন্য বাংলালিংক গ্রাহকের
ক্ষেত্রে প্রযোজ্য নয়

১৯, ৩৯ এবং ৫৯ টাকা রিচার্জে স্পেশাল
ট্যারিফের মেয়াদ যথাক্রমে ৭ দিন, ১৫
দিন এবং ৩০ দিন প্রথমবার ৩৯ এবং ৫৯ টাকা রিচার্জ করে
গ্রাহকরা যথাক্রমে ৩৯ মিনিট এবং ৫৯
মিনিট টক টাইম বোনাস উপভোগ করতে
পারবেন। বোনাস মিনিটের ব্যালেন্স
চেক করতে ডায়াল *124*7#
৩৯ টাকা এবং ৫৯ টাকা রিচার্জে বোনাসের মেয়াদ যথাক্রমে ১৫ দিন এবং
৩০ দিন। বোনাস টক টাইম যেকোন লোকাল
নাম্বারে ব্যবহার করা যাবে (fnf এবং sfnf
ব্যতীত)
বোনাস ব্যবহারের ক্ষেত্রে এই স্পেশাল
ট্যারিফ প্রযোজ্য নয় এই অফারটি ব্যবহারকালীন সময়ে
গ্রাহকরা অন্য কোন স্পেশাল ট্যারিফ বা
বোনাস উপভোগ করতে পারবেন না
আনসাবস্ক্রাইব করতে ডায়াল *166*237#
এবং ডি-অ্যাক্টিভেশন রাত ১২টার পর
কার্যকর হবে ডি-রেজিস্ট্রেশন করার পরও যদি
গ্রাহকরা রাত ১২টার আগে ১৯ টাকা
রিচার্জ করে সেক্ষেত্রে স্পেশাল
ট্যারিফ প্ল্যানটি আবারও অ্যাক্টিভেট
হবে, মেয়াদ ৭ দিন
ডি-রেজিস্ট্রেশন করার পর স্পেশাল কল রেট প্রযোজ্য হবে না
ডি-রেজিস্ট্রেশন করার পর গ্রাহকরা তার
পূর্ববর্তী ট্যারিফ প্ল্যানে ফিরে যাবেন
নতুন গ্রাহকরা যদি প্যাকেজ ট্রান্সফার
করতে চান সেক্ষেত্রে ট্যারিফ ডি-
অ্যাক্টিভেট/বন্ধ হয়ে যাবে এই ট্যারিফ প্ল্যানে পুনরায় মাইগ্রেট
করতে ডায়াল *999*1*146# এবং ঠিক ১৯
টাকা রিচার্জ করুন

নতুন প্রিপেইড সংযোগ চালু করলেই থাকছে ৫ টাকা প্রি-লোডেড ব্যালেন্স যেকোন
বাংলালিংক সার্ভিসে ব্যবহার করা
যাবে, মেয়াদ ১৫ দিন
বিদ্যমান মেয়াদকালীন সময়ে যেকোন

পরিমাণ রিচার্জ করলেই পাচ্ছেন আজীবন
মেয়াদ 50MB বোনাস ইন্টারনেটের মেয়াদ
বোনাস পাওয়ার দিন থেকে ৩ দিন
বোনাস ইন্টারনেটের ব্যালেন্স জানতে
ডায়াল *124*5#
যেকোন বাংলালিংক নাম্বারে ফ্রি
৫০টি এসএমএস ব্যবহার করতে পারবেন, মেয়াদ ১০ দিন
বোনাস এসএমএস চেক করতে ডায়াল
*124*4#
আমার টিউনে ৩০ দিনের জন্য
বাংলালিংক টিউন একদম ফ্রি
প্রথম আউটগোইং কলের ৬ দিন পর থেকে আমার টিউন কার্যকর হবে
আমার টিউন সার্ভিসটি ১ মাস ব্যবহারের
পর বন্ধ হয়ে যাবে
সাবস্ক্রিপশনটি পুনরায় চালু রাখতে
গ্রাহককে start লিখে 2222 নাম্বারে
এসএমএস করতে হবে একটি স্পেশাল নাম্বারে উপভোগ করুন ৫
পয়সা/১০ সেকেন্ড কল রেট রাত ১২টা
থেকে বিকাল ৪টা পর্যন্ত এবং ১০
পয়সা/১০ সেকেন্ড বিকাল ৪টা থেকে রাত
১২টা পর্যন্ত
যেকোন নাম্বারে ২৪ ঘণ্টা কলরেট ১৮.৬৭ পয়সা/১০ সেকেন্ড