Site icon Trickbd.com

বাংলালিংকে ফ্রি ফেসবুক হোয়াটসঅ্যাপ ব্যাহার করুন

Unnamed


ঈদের আনন্দে সারাদিন আনলিমিটেড ফেসবুক
এবং হোয়াটসঅ্যাপের ব্যবহার একদম ফ্রি
ঘোষণা করেছে মোবাইল ফোন অপারেটর
বাংলালিংক।
১১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া অফারটি ১৫
সেপ্টেম্বর পর্যন্ত চলবে। তবে নামে
‘আনলিমিটে’ বলা হলেও একজন সর্বোচ্চ
৫০০ এমবি পর্যন্ত ফ্রি ব্যবহার করতে
পারবেন। এরপরে কেউ যদি আরো ডেটা
ব্যবহার করেন তাহলে তার জন্যে তাকে

অতিরিক্ত চার্জ দিতে হবে।
আবার এই অফারের ক্ষেত্রে ডেটা
ব্যবহারের স্পিডও হবে সীমিত, মাত্র ৬৪
জিবিপিএস। কখনো কখনো এর চাইতে কম
হবে। কিন্তু কোনো অবস্থায় স্পিড এর
চেয়ে বেশী হবে না।
বাংলালিংক বলছে, এই প্যাক দিয়ে
ফেসবুক অ্যাপ, ফেসবুক মেসেঞ্জার অথবা
ডিফল্ট ব্রাউজার থেকে m.facebook.com
টাইপ করে ব্যবহার করা যাবে।
হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন ব্যবহার
করেই শুধু হোয়াটসঅ্যাপ ব্যবহার করা
যাবে।

দ্বিতীয় গ্রাহক সেরা অপারেটরটি বলছে,
ঈদের খুশি, ধুমায় শেয়ারিং করতেই তারা

এই অফারটি দিয়েছেন।
বলা হচ্ছে, অফারটি পেতে গ্রাহককে বাড়তি কোনো কোড ডায়াল করতে বা কোনো এসএমএস পাঠাতে হবে না। তবে অফারটি কেউ না নিতে চাইলে তাকে *132*85# ডায়াল করতে হবে

তবে অফারটি নিয়ে নানা অভিযোগও আসতে শুরু করেছে এর মধ্যেই। এক দু’জন গ্রাহক এরই মধ্যে বলেছেন, তারা
ফ্রি ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ ব্যবহারে আগ্রহী হলেও তাদের চার্জ কাটা যাচ্ছে।

আমার সাইট –

TipsAdd.Com