Site icon Trickbd.com

ব্রডব্যান্ড ব্যবহারকারী হয়েও আপনি লিমিটেড ইন্টারনেট ব্যবহার করছেন না তো? বাড়িয়ে নিন আপনার ইন্টারনেট এর গতি

( বিঃদ্রঃ পোষ্ট টা শুধু মাত্র একই ওয়াফাই ব্যবহার করে মোবাইলে যারা ফুল স্পিড পাচ্ছেন কিন্তু ল্যাপটপে কম স্পিড পাচ্ছেন তাদের জন্য…অন্য কারো কাজে না ও আসতে পারে 🙂 )

আসসালামুআলাইকুম

আশা করি সবাই ভালো আছেন… 😀

আজকে একটি গুরুত্বপূর্ন ব্যপার নিয়ে পোষ্ট করতে আসলাম যেটা অনেকের ই কাজে আসতে পারবে্‌, বিশেষ করে আমার মতো সমস্যায় যারা আছেন :p

আমি অনেক দিন ধরেই ব্রডব্যান্ড ইউজার এবং আমার ব্রডব্যান্ড BDIX connected.. আচ্ছা যারা জানেন না BDIX কি তাদের জন্য বলে নেয়া ভালো যে BDIX কি!

“BDIX হলো বাংলাদেশের ভিতর একটা লোকাল কানেকশন এর মতো এবং এর আওতায় থাকলে আপনি বাংলাদেশের লোকাল যেকোন সার্ভার থেকে ডাওনলোড করতে গেলে অনেক বেশি স্পিড পাবেন”

উদাহরন হিসেবে বলা যায় আপনার বর্তমান ইন্টারনেট স্পিড 1mb/s কিন্তু আপনার ISP যদি BDIX connected হয় তাহলে আপনি লোকাল যেকোন সার্ভার যেটা BDIX connected সেটা থেকে 30-40mb/s স্পিড পেতে পারেন 😀

 

যাইহোক এবার আমার সমস্যায় আসি… BDIX connected হওয়া সত্ত্বেও আমার পিসিতে আমি 6mb/s এর বেশি কোন স্পিড ই পেতাম না :3

সেটা লোকাল হোক আর ইন্টারন্যাশনাল সার্ভার হোক… ইউটিউভ ও সবসময় বাফার করতো ল্যাপটপ এ …

একদিন কি মনে করে মোবাইলে ইন্তারনেট স্পিড টা চ্যাক করলাম speedtest.net থেকে… রেসাল্ট টা দেখে চোখ কপালে উঠলো… 35mb/s download speed দেখাচ্ছে সাথে সাথে ল্যাপটপ চালু করে স্পিড দেখলাম … সেই আগের 6mb/s ই :3

 

তারপর আমি যা বুঝলাম সমস্যা আমার ল্যাপটপ এর ওয়াইফাই কানেকশন এ … ল্যাপটপ এর কোন একটা সমস্যার জন্যই আমি এত্তো ভালো ইন্টারনেট স্পিড থেকে বঞ্চিত হচ্ছি

এখন অনেক গল্প হলো, আপনার ও যদি উপরে বর্নিত সমস্যা টা থাকে তবে আপনি ঠিক জায়গায় আছেন সমাধান এর জন্য 😀

আগের স্পিডঃ

স্পিড বাড়ানোর পরের স্পিড:

ইন্টারনেট স্পিড যেভাবে বাড়াবেনঃ

মূলত এই সমস্যা টা হয় ড্রাইভার এর কারনে… সুতরাং প্রথমে আমদের ড্রাইভার আপডেট করতে হবে… আপডেট করতে

Windows+ R চেপে Run ওপেন করুন এবং compmgmt.msc লিখে enter দিন

Device Manager => Network adpaters এ যান সেখান থেকে আপনার ওয়াইফাই এর Adapter টা খুজে বের করুন আমার ক্ষেত্রে সেটার নাম

Dell Wireless 1703 802(2.4GHz)

Adapter টা খুজে পেলে right click করে “Update driver software ” দিন এবং একটা মেন্যু পপ আপ হলে “Search automatically for updated driver software ” select করুন

ড্রাইভার টা আপডেট হলে(আগে থেকে আপডেটেড থাকলেও সমস্যা নাই ) মাউস এ Right button এ ক্লিক করে “Properties “=> “Advanced” এ যান

“802.11 Bandwidth” টা “20MHz” থাকলে “20MHz/40MHz Auto” করে দিন

ব্যাস … এইবার আপনি ব্রডব্যান্ড থেকে দেয়া ফুল স্পিড পাবেন 😀

ভালো থাকুন এবং ট্রিকবিডি এর সাথেই থাকুন