প্রথমে আমার সালাম নিবেন আশা করি সবাই ভাল আছেন আপনাদের দোয়াই আমিও ভাল আছি।
কিছু কথা……!
আমি মুলত কোন ফ্রি নেট এর পোস্ট করি না সারাদিন শুধ Android নিয়ে ঘাটাঘাটি করি।কারন আমি Android জগত টাকে নিজের ফ্যামিলি র থেকে ও বেশি ভালবাসি।আজকে এই পোস্ট করারর একটা কারন আছে।আমার এক বন্ধু সে ট্রিকবিডিতে নিয়মিত Visit করে সে তার বাংলালিংক সিম দিয়ে ফ্রি নেট চালাই_এখন সে আমাকে বলল যে কোন কিছু ডাউনলোড করতে গেলে নাকি হটাত স্পীড কমে যেত_তারপর আমি এই সমস্যা থেকে সমাধান এর জন্য একটা অন্যরকম Handeler VPN আর আরেক টা Handeler browser নেট থেকে অনেক ঘাটাঘাটি করে পেলাম।
এখন যারা বাংলালিংক দিয়ে ফ্রি নেট চালাচ্ছেন তাদের সমস্যা গুলো নিম্নে দেওয়া হলো।
কারো কারো ত vpn/Handeler browser ২ টা থেকে একটা দিয়ে ও চলে না।আবার কারো কারো Vpn connect হয় না,হলেও আবার Disconnected হয়ে যাচ্ছে।আবার কারো কারো Uc Handeler দিয়ে চললে ও ডাউনলোড করতে গেলে হটাত স্পীড ৭০০kbps+আবার হটাত -7kbs+এই সমস্যা।
এখন দেখাব কি করে এই সমস্যা থেকে সমাধান পাবেন…..!
আপনার সিমে অবশ্যই টাকা অথবা মেগাবাইট রাখবেন না।রাখলে ধরা খাবেন।
যারা VPN দিয়ে সব সফটওয়্যার চালাতে চান তারা নিচের ধাপ অনুসরন করুন
প্রথমে আপনার ডিবাইস এর settings>more>mobile network>access point names এ যান তারপর নিচের স্ক্রিনশট অনুযায়ী একটা apn বানান।
তারপর নিচ থেকে এপ টা ডাউনলোড করে নিন।
ডাউনলোড করার নিয়মাবলী
অবশ্যই আপনি অপেরা মিনি দিয়ে লিংকে ডুকবেন।লিংক এ ক্লিক করলে যদি কোন এপ ডাউনলোড করতে বলে আপনি Cancel দিবেন।লিংকে ডুকে তারপর এপ টা ডাউনলোড করবেন।
Netify Handeler mod.apk
ডাউনলোড করে ওপেন করুন নিচের স্কিনশট এর মত কাজ করুন।
১=Remove Port এ টিক দিন।
৩=Proxy Server দিন=filter.ncnd.banglalink.com.bd/nc
তারপর আরেকটু নিচে গিয়ে আবার proxy server দিন=filter.ncnd.banglalink.com.bd/nc
Save এ দিন।
তারপর দেখুন Connecting হচ্ছে।
Connected……!
Enjoy Free Net………
VPN টা দিয়ে ডাউনলোড স্পিড পাবেন 300kbs থেকে 600kbs.
যারা Handeler Browser দিয়ে শুধ ব্রাউজ আর ডাউনলোড করতে চান তারা নিচের ধাপ অনুসরন করুন।
উপরে যে apn টা বানিয়েছিলেন সেটা দিয়ে ই চলবে।
তারপর আপনি নিচ থেকে এপ টা ডাউনলোড করে নিন।
Uc Browser Handeler Mod.apk
এই এপ টা ছাড়া অন্য কোন handeler দিয়ে আপনি বেশি স্পীড না ও পেতে পারেন।আমি সব Handeler browser থেকে এটাই বেস্ট স্পীড মনে করি।এই এপ টা মধ্যে নতুন কয়েক টা ফিচারস যোগ করা হয়েছে।
এপ টা ডাউনলোড করে ওপেন করুন
তারপর নিচের স্ক্রিনশট এর মত মত কাজ করুন।
বড় ফাইল ডাউনলোড করতে Hideip.coব্যবহার করুন।Handeler Browser টা দিয়ে স্পিড ভাল পাবেন।১এম্বি পার সেকেন্ড।
কবে ডাউনলোড স্পীড বেশি পাবেন?
রাত ১ টাই ডাউনলোড স্পীড থাকবে ১ এম্বি থেকে শুরু করে ২ এম্বি পার সেকেন্ড এ যাই।আর দিনের বেলা ৬০০ কেবি থেকে ১ এম্বি।
Enjoy Free Net…..!
কারো কনো সমস্যা থাকলে তুলে ধরুন।
সবাই ভাল থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।