Site icon Trickbd.com

বাংলালিংক এর বন্ধ সীমে মাথা নস্ট করা অফার সাথে থাকছে এই সময়ের সবচেয়ে কম কলরেট

Unnamed

কেমন আছেন সবাই? জানি বেশি ভাল নেই কারন এখন যা কল রেটের অবস্থা। অনেকদিন পর আজ ট্রিকবিডিতে পোস্ট লিখতে বসলাম। এখন বর্তমানে বাংলালিক এমন একটি অপারেটর যে কিনা সবচেয়ে কম কলরেটে কথা বলার সুযোগ করে দিয়েছে। এটা মুলত বন্ধ সীমের অফার।

এখন বাংলালিক এ বন্ধ সংযোগ চালু করলেই পাচ্ছেন ১২ জিবি পরজন্ত ইন্টারনেট বোনাস এবং সাথে থাকছে যেকোনো লোকাল নম্বরে মাত্র ৫৪ পয়সা মিনিট।

এজন্যে আপনাকে যা করতে হবে তা হল
প্রথমে আপনি banglalink.net ওয়েবসাইটটিতে ভিসিট করবেন

এবার সারচ বারে আপনার নম্বরটি লিখে সারচ দিন যদি আপনি এই অফারের আউতাভুক্ত হন তবে এমন আসবে

এবং সীমে মেসেজ আসবে

এরপরে ২৩ টাকা রিচারজ করুন অফারটি একটিভ হয়ে যাবে এবং যেকোনো নম্বরে ৫৪ পয়সা আর বাংলালিক টু বাংলালিক ০.৫/১ সেকেন্ড চালু হবে


দেখুন

এবার চালাতে থাকুন কিছুটা হলেও জিপির চেয়ে সাশ্রয়ী।

পোস্টটি এতটুকুও উপকার করলে একটি লাইক দিবেন।
ভাল থাকবেন সবাই
ধন্যবাদ

Exit mobile version