Site icon Trickbd.com

Banglalink সিমে প্রতিদিন ৫০+৫০ মিনিট কথা বলেন মাএ ২.৪৪ টাকা দিয়ে

Unnamed

সবাই কেমন আছেন আশা করি ভালো আছে

আছকে আমি একটা Banglalink সিম এর ফাটাফাটি অফার নিয়ে এসেছি যা হচ্ছে মাএ ২.৪৪ টাকা ৫০ মিনিট কথা বলতে পারবে (বাংলালিংক টু বাংলালিংক) আর এই অফার উপভোগ করতে হলে আপনাকে কিছু কাজ করতে হবে।

আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে এবং যার সাথে কথা বলবে তাকেও রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন সাথে সাথে দুই জনে ৫০+৫০ মিনিট পাবে

তো শুর করা যাক যে কি ভাবে কি করবেন।

প্রথমে START লিখে 6888 নাম্বারে এসএমএস পাঠান।

তার পর এই রকম একটা এসএমএস আসবে।

তার পর 23690 নাম্বারে Call দিন

তার পর ১ চাপুন তার পর আবার ১ চাপুন।

তার পর এই রকম এসএমএস আসলে কাজ শেষ।

তার পর এই রকম একটা নাম্বার থাকবে এটা হচ্ছে নিক আইডি নাম্বার এই নাম্বারে কল দিলে আপনার কাছে কল চলে আসবে।

এই ভাবে দুই জনকে রেজিস্ট্রেশন করতে হবে

কল দিয়ার সময় যাকে কল দিবে তার নিট আইডি নাম্বার তুলে কল দিলে তার কাছে কল চলে যাবে।

আর প্রতি দিন ২.৪৪ টাকা কেটে নিয়ে আপনাকে ৫০ মিনিট দিয়ে দিবে এবং মিনিট শেষ হলে আর কল যাবে না।

পোষ্ট টা সম্পূর্ণ ক্রেডিট Shajjatul Islam(As) ভাই এর

কোনো কিছু না বুঝলে Comment কবেন।

ধন্যবাদ