Site icon Trickbd.com

[Hot] বাংলালিংক সিমে 500 MB থেকে 1.5 GB পযন্ত ফ্রি তে এমবি নিন আশা করি সবাই পাবেন।

Unnamed

সবাই কেমন আছেন
আশা করি ভালো আছেন।

আছকে আমি বাংলালিংক সিমের একটা অফার নিয়ে এসেছি তা হচ্ছে 500 MB থেকে 1.5 GB পযন্ত ফ্রি তে এমবি নিতে পারবেন। (আশা করি সবাই পাবেন)

ফ্রি কথাটা বলে ভুল হবে কিন্তু ফ্রি তে নিয়ার মত আর কি

তো শুরু করা যাক।

প্রথমে ডায়েল করেন *6000*1*4*1#

তার পর দেখেন যে আপনার কত পয়েন্ট আছে।(আমার এখানে ১১৬ পয়েন্ট আছে আর এই পয়েন্ট না থাকলে কিন্তু এমবি পাবেন না)

তার পর ডায়েল করেন।*6000*1*3*2#

তার পর দেখেন ২৫ পয়েন্ট দিয়ে ৫০০ এমবি ৪৫ পয়েন্ট দিয়ে ১ জিবি আর ৮৫ পয়েন্ট দিয়ে ১.৫ জিবি যে টা নিবেন তা সিলেক্ট করেন।

তার পর 1 দিয়ে দিন।

তার পর এই রকম আসলে ৩০ থেকে ৪০ মিনিট এর মধ্যে এমবি পেয়ে যাবেন

এই দেখেন এমবি চলে এসেছে।

কোনো কিছু না বুঝলে comment করবেন।

ধন্যবাদ।