হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন।
আজ হাজির হয়েছি বাংলালিংক সিম দিয়ে Free তে আনলিমিটেড ডাউনলোড করার ট্রিক নিয়ে।
আমরা ইন্টারনেট এ কম বেশী সবাই ঘাটাঘাটি করে থাকি আর এর মূল কারন এখানে অনেক কিছুই সহজলভ্য যেমন ধরুন মুভি।
আর আপনি ডাউনলোড করার জন্য আশা করি অনেক MB বিসর্জন দিয়ে থাকেন।
আজকে তাই উপস্থাপন করবো কিভাবে একটু মাথা খাটিয়ে MB অথবা টাকা খরচ না করে আনলিমিটেড ডাউনলোড করবেন আপনার Banglalink Sim দিয়ে।
চলুন শুরু করা যাকঃ
প্রথমত আপনার একটি Banglalink Sim দরকার তবে 4G হলে ভালো হয় 3G হলে সমস্যা নাই উভয় সিমে আমি টেস্ট করেছি এবং সফল হয়েছি।
আর আপনার সিমে টাকা কিংবা ব্যালেন্স রাখতে পারবেন না তাহলে কেটে নিবে আগেই বলে দিচ্ছি।
কাজটি কিভাবে করবেন তার একটু বিস্তারিত জেনে নিন সহজ হবে তাহলে পরবর্তী পদক্ষেপ।
প্রথমত আপনার বাংলালিংক সিমে ১০-২০ MB প্রয়োজন পড়বে। কারন যখন আমরা কিছু ডাউনলোড দিবো তক্ষন অল্প কিছু MB প্রয়োজন হবে ব্রাউজিং করার জন্য। আর যখন ব্রাউজিং করে কোন ফাইল আপনি ডাউনলোড করার জন্য অনুমতি দিবেন তখন থেকে আপনার ডাউনলোড শুরু হবে এবং অবশিষ্ট 10-20 MB শেষ হয়ে গেলেও আপনার সম্পূর্ণ ফাইল ডাউনলোড শেষ না হওয়া পর্যন্ত অফ হবেনা ডাউনলোড।
এর মানে আপনি যদি ১GB কিংবা 2GB এর একটি ফাইল ডাউনলোড করতে চান তবে আপনার খরচ হবে মাত্র 10-20MB.
এবার অনেকেই হয়তো বলে বসবেন এটা ফ্রি হইলো ক্যামনে 10-20 MB তো লাগবেই তাদের জন্য আমি একটি পোষ্ট শেয়ার করেছিলাম যা দিয়ে আপনি 20+25MB= 45MB ফ্রিতে নিতে পারবেন না জানা থাকলে নিচে সংযুক্ত করে দিচ্ছি।
প্রথমেই বলে নেই এখানে টাকা লাগছেনা শুধু লাগবে মেয়াদ আছে এমন Banglalink Sim আর নেট চালানো যায় এমন মোবাইল জাভা হলেও সমস্যা নাই।
তবে শর্ত একটাই কাস্টমার কেয়ারে কল করে এ ব্যাপারে সাহায্য চাইতে পারবেন না ?
প্রথম যে ট্রিক রয়েছে তার মাধ্যমে পাবেন 20MB প্রতিদিন বা প্রতি ২৪ ঘন্টা পরপর।
প্রথমে আপনার মোবাইলের Dial Pad এ চলে যান এবং নিচের নাম্বার লিখে Call বাটন চাপুন।
বলেছিলাম 45MB এর কথা অথচ দিলাম কিনা 20MB নেওয়ার ট্রিক চিন্তা করবেন না বাকী 25MB নিবেন যেভাবে নিচে দেখুন।
তবে তার আগে একটা ব্যাপার পরিষ্কার করে বলে নেই আপনাকে একটি লিংকে প্রবেশ করতে হবে যা Banglalink এর অফিশায়ল। এবং পরবর্তীতে যা করতে হবে তা হলো আগে যদি Eselfcare এ Registraion না করে থাকেন তবে Registraion করতে হবে আর প্রথমবার Registration করলে আপনি পাবেন 100MB Bonus.
আর যদি আগে Registraion করা থাকে তবে প্রতিদিন Login করলে পাবেন 25 MB করে।
কি এবার হইলো তো 45MB এবার আপনি প্রতিদিন 45 MB করে ফ্রি নিতে পারবেন।
25MB নিতে হলে যে লিংকে গিয়ে Registraion কিংবা Signup করতে হবে তা নিচে দেওয়া হলো।
আশা করি আপনারা এগুলো করে ফেলতে পারবেন তাই বিস্তারিত লিখলাম না। আপনি লগিন করার কিছুক্ষনের মধ্যে MB পাবেন আর ঐ একই লিংকে চেক করতে পারবেন।
তাহলে উপরের অংশ পড়া হয়ে গেলে প্রথমে 20MB নিয়ে নিচের কাজ গুলো লক্ষ্য করুন।
এবার আপনাকে একটি লিংকে যেতে হবে নিচে দেওয়া হলো লিংক।
Free Download Hiload Link
উপরের লিংকে গেলে আপনি নিচের মত বক্স দেখতে পাবেন।
আপনি যে ওয়েবসাইট হতে ডাউনলোড করতে চান তার লিংক খালি বক্সে লিখুন এবং Browse বাটনে ক্লিক করুন। তাহলে আপনার সাইট টি চালু হবে আপনার কাজ হবে শুধু ফাইলটি ডাউনলোড করা।
দেখবেন আমি যেভাবে দেখিয়েছি সেভাবে কাজটি করতে পারলে আপনার MB শেষ হয়ে গেলেও ডাউনলোড চলতে থাকবে সম্পূর্ন না হওয়া পর্যন্ত।
স্পিড কম হতে পারে তবে বিনা পয়সার আলকাতরাও ভালো লাগে তাই অপেক্ষা করুন ডাউনলোড শেষ না হওয়া পর্যন্ত।
তো এভাবে আপনি 20MB দিয়ে একটি ফাইল ডাউনলোড করা শেষ হলে আবার ফ্রিতে 25MB নিয়ে নিন এবং একই ভাবে আপনার ২য় ডাউনলোড শেষ করুন।
আমি বেশী করি নাই প্রায় ৮০০MB এর দুটি ফাইল ডাউনলোড করেছি 20MB দিয়ে একটি ফাইল এবং 25MB দিয়ে একটি ফাইল উপরে প্রমান।
আর বিশেষ শতর্কতা হলো আপনি যখন ডাউনলোড এ দিবেন তখন কল আসলে ডাউনলোড শেষ না হতেই কেটে যেতে পারে এবং অবশ্যই ফেসবুক ম্যাসেঞ্জার টাইপের এপ গুলোকে Disable করে রাখুন যাতে অন্য কোন কোন এপ MB ব্যবহার করতে না পারে।
তো ব্রাদার অথবা সিস্টার পোষ্ট কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু।
সময় থাকলে ঘুরে আসতে পারেন গরীবের ছোট্ট ব্লগ থেকে
DarkMagician.Xyz
আজকের মত বিদায় দেখা হবে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে।
সৌজন্যেঃ Cyber Prince