আসসালামু আলাইকুম,
সকলে কেমন আছেন…??
আশাকরি সবাই ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।আর যারা নিয়মিত ট্রিকবিডির সাথে থাকেন তাদের ভালো থাকারই কথা। কেননা,এখান থেকে আমরা প্রতিনিয়ত অনেক অজানা বিষয়গুলো জানতে ও শিখতে পারি।
আজকের পোষ্টে দেখাতে চলেছি কিভাবে আপনারা আপনাদের বাংলালিংক সিম দিয়ে ৩৯ টাকায় ৬০০ মিনিট ৩০ দিন,১৯ টাকায় ৩০০ মিনিট ১৫ দিন,৯ টাকায় ১৫০ মিনিট ৭ দিন এবং প্রতিদিন ১ টাকায় ২০ মিনিট ফ্রিতে কথা বলবেন।
সরাসরি কোড ডায়াল করে অফারটি নিয়ে কল করতে পারবেন না,কল করা একটু ভিন্ন প্রসেস রয়েছে।আর হ্যা আপনি শুধুমাত্র বাংলালিংক সিম থেকে বাংলালিংক সিমে কল করতে পারবেন এ মিনিট দিয়ে।
মূলত বাংলালিংক সিমের নতুন একটা সার্ভিস adda cafe সার্ভিসটা থেকে আপনাকে তাদের যেকোনো একটি প্যাক কিনতে হবে যেগুলো ওপরে বলে দিয়েছি।
আর যার সাথে কথা বলবেন তাকেও এ সার্ভিসটা চালু করে নিতে হবে,চালু করার জন্য ছোট একটা প্যাক কিনে তাকে সার্ভিসটিতে জয়েন করিয়ে দিতে পারেন।
অনেকে ফোনে প্রিয়জনের সাথে অনেকক্ষণ কথা বলেন তাদের জন্য একটা সেরা ট্রিকস এতে করে আপনি অল্প টাকায় বেশি মিনিট কথা বলতে পারছেন।
তো কিভাবে সার্ভিসটিতে জয়েন করে মিনিট কিনবেন এবং কল করবেন.??
প্রথমত আপনাকে মোবাইলের ডায়াল পেডে আসতে হবে আসার পর 29040 নম্বরটিতে কল দিতে হবে বাংলালিংক সিম থেকে তখন তারা অফারগুলো বলতে শুরু করবে আপনি যে অফারটি নিবেন সেটা সিলেক্ট করুন,সিলেক্ট করার পর কনফার্ম করতে বলবে তখন কনফার্ম করুন এবং আপনার কাজ শেষ কলটা কেটেদিন।


তাহলে আপনাদের সার্ভিসে জয়েন এবং মিনিট প্যাক কেনা হয়ে যাবে নিচের মতো মেসেজ চলে আসবে।


একইভাবে যার সাথে কথা বলবেন এভাবে তাকেও যেকোনো একটি প্যাক কিনে সার্ভিসটাতে জয়েন করিয়ে দিন। জয়েন করানো হয়ে গেলে এবার কল করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে।
আপনারা আপনাদের ফোনের ডায়াল পেডে আসার পর আগে একটা কোড তুলে নিন,কোডটা হলো 2904088 তারপর যাকে কল দিবেন তার নম্বরটি তুলুন।
উদাহরণস্বরুপঃ290408801987821162

এভাবে কোড এবং নাম্বার তুলে কল দিলে যার সার্ভিসটা চালু করা রয়েছে তার কাছে কল চলে যাবে আর সার্ভিসটা চালু না থাকলে তার নাম্বারে কল যাবেনা।
এমিনিট চেক করার কোনো ধরনের অফশন নেই তাই মিনিট শেষ হলেই কল যাবেনা এটার মাধ্যমে বুঝতে পারবেন।
এবার আপনি যদি চান সার্ভিসটা বন্ধ করবেন তবে সেক্ষেত্রে 29040 এই নম্বরটিতে STOP AC লিখে মেসেজ সেন্ড করুন তাহলে সার্ভিসটা বন্ধ হয়ে যাবে।
আবারো কোনোদিন চালু করার জন্য 29040 নম্বরটিতে START AC লিখে মেসেজ সেন্ড করবেন তাহলে আবারো চালু হয়ে যাবে।
আশাকরি বুঝতে পেরেছেন। না বুঝলে বিস্তারিত সহকারে ভিডিওটি দেখুন


★রিং আইডি কয়েন সেল দিতে মেসেজ দিন Imo & whatsapp: 01987821162

★জয়েন করুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে BDTRICKSH

আমার আগের পোষ্ট যারা মিস করেছেন তারা নিচের লিংক থেকে দেখেনিনঃ

★★বাংলালিংক সিমে আনলিমিটেড Toffee এমবি ফ্রিতে নিয়েনিন,একাউন্ট করার সাথে সাথে ১ জিবি ফ্রি

★★আপনার ফেসবুক পেজে যতখুশি ততো ১০০% রিয়েল লাইক বাড়িয়ে নিন

”প্রতিনিয়ত সবার আগে সকল সিমের Free net,Free Call,App Review,Facebook & Youtube টিপস এর ভিডিও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেল BD TRICK SH সাবসক্রাইব করবেন, চ্যানেলটিতে যেতে অথবা সাবসক্রাইব করতে”


★আর যেকোনো সমস্যার জন্য আমাদের ফেসবুক পেজ BD TRICK SH লাইক দিয়ে পেজে মেসেজ করুন,সমস্যা সমাধানের চেষ্টা করবোBDTRICKSH
সকলে ভালো থাকুন,সুস্থ থাকুন {{খোদাহাফেজ}}

14 thoughts on "বাংলালিংক সিমে ৩৯ টাকায় ৬০০ মিনিট ৩০ দিন,১৯ টাকায় ৩০০ মিনিট ১৫ দিন,৯ টাকায় ১৫০ মিনিট ৭ দিন এবং প্রতিদিন ১ টাকায় ২০ মিনিট ফ্রি কথা বলুন"

  1. Nishan khan Subscriber says:
    Good Post Bro.. Thnx
  2. sazu Contributor says:
    এয়ারটেল এ এরকম সার্ভিস ব্যবহার করেছিলাম অনেক আগে, কল দিতে গেলে অনেক প্যারা ছিল, বাংলালিংকে কি একই সমস্যা আছে যেমন লাইন পেতে গেলে অপেক্ষা করতে হয়, কল না যাওয়া,
    1. Nadimmoon Contributor says:
      Yes Vi …onek Pera ai vabea ami nejea Gera khai che ai ta kinar por
  3. Tubelight Contributor says:
    Jake call korbo taro ki kena somoporan minute use hobe?
    Naki sudhu j call korbe tar minute use hobe?
  4. Tubelight Contributor says:
    Jake call korbo taro ki kena somoporan minute use hobe? Naki sudhu j call korbe tar minute use hobe?
  5. Md Asif Khan Ridoy Subscriber says:
    Per post 5 -15 tk
    site link Tipsjani24.com
  6. Ibrahim07 Contributor says:
    এই সিসটেম কাজ করে কি ? কেউ কি করছেন?
    1. Nadimmoon Contributor says:
      Taka nosto jabea apnar kori an Na …karon ami nejea koyrea chelam
  7. shimrat Contributor says:
    Jake pn dimu tar oikhan eo ki same pack active korte hobe?
  8. Lipon Islam Author says:
    robi and airtel eo ai service ace. but ai service a onke jhamela. jeta service ti active kore call deoyar por bujhben
  9. Naiem Newaz Contributor says:
    Vai title Banglalink
    Screenshot calling via Grameenphone ?
    Eita ki dhoroner post ?

Leave a Reply