আসসালামু আলাইকুম,
সকলে কেমন আছেন…??
আশাকরি সবাই ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।আর যারা নিয়মিত ট্রিকবিডির সাথে থাকেন তাদের ভালো থাকারই কথা। কেননা এখান থেকে আমরা প্রতিনিয়ত অনেক অজানা বিষয়গুলো জানতে ও শিখতে পারি।
আজকের পোষ্টে আপনাদের দেখাবো যেভাবে আপনারা বাংলালিংক সিমে আনলিমিটেড Toffee Mb ফ্রিতে নিবেন।
অনেকে হয়তো Toffee Mb কি সেটা বুঝবেন না।
তাদের উদ্দেশ্য বলছি আপনারা সবাই জানেন জিপি সিমের ক্ষেত্রে Bioscope App রয়েছে যেখান থেকে আপনারা নাটক,গান,মুভি,ড্রামা,লাইভ টিভি চ্যানেলসহ অনেক কিছু দেখতে পারেন Bioscope এমবি দিয়ে। ঠিক তেমনি বাংলালিংক সিমের ক্ষেত্রেও তাই,প্লে-স্টোরে Toffee App নামে তাদের একটি অ্যাপ রয়েছে যেখান থেকে আপনারা নাটক,গান,মুভি,ড্রামা,১০০+ দেশি-বিদেশি লাইভ টিভি চ্যানেলসহ অনেক কিছু দেখতে পারবেন Toffee Mb দিয়ে।
আপনার বাংলালিংক সিম থেকে থাকলেই এ কাজটি করতে পারবেন।
এরজন্য প্রথমত প্লে-স্টোর থেকে Toffee অ্যাপটি ইনস্টল করেনিন,অথবা সরাসরি প্লে-স্টোর থেকে ইনস্টল করতেএখানে ক্লিক করুন
ইনস্টল শেষে ওপেন এ ক্লিক করুন।
এরপর আপনার বাংলালিংক নাম্বারটি দিয়ে Have Referral Code এ ক্লিক করুন।
এবার নতুন আরেকটি বক্স আসবে ওখানে 81685148 এই কোডটি দিয়ে টিক মার্কসহ Next এ ক্লিক করুন।
আপনার নাম্বারে মেসেজে ৬ সংখ্যার একটা কোড আসবে সেটা দেখেনিন।
সেই কোডটা বসিয়ে Sign in এ ক্লিক করুন।
এবার ok তে ক্লিক করুন।
লক্ষ্য করুন রেফার কোড ব্যবহার করায় ১ জিবি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে গেছেন।
এবার আসি আনলিমিটেড ট্রফি এমবি কিভাবে নিবেন। অ্যাপে ঢুকে কোনায় দেখুন মানুষ আইকন রয়েছে ওখানে ক্লিক করুন।
ক্লিক করার পর Refer A Friend নামে একটা অফশন পাবেন ওখানে ক্লিক করবেন।
তাহলে ওখানে আপনার রেফার কোডটি পেয়ে যাবেন,কপি অফশনে ক্লিক করে কোডটি কপি করুন।
লগআউট এ ক্লিক করে লগআউট করুন।
এবার আপনার অথবা আপনার বাড়ির আশেপাশের যত জিপি,রবি,এয়ারটেল ইত্যাদি নাম্বার রয়েছে সেই নাম্বারটি দিয়ে Have Referral Code এ ক্লিক করুন।
তারপর একটু আগে কপি করা রাখা রেফার কোড এবং টিক মার্ক দিয়ে Next এ ক্লিক করুন।
নিচের মতো অফশন আসবে।
এবার যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারটিতে কোড যাবে সেটা দেখেনিন।
কোডটি বসিয়ে Sign In এ ক্লিক করুন।
দেখুন সাথে সাথে আপনার বাংলালিংক সিমে আরো একটা মেসেজ চলে এসেছে।
মেসেজটিতে ক্লিক করলে দেখুন ৫১২ এমবি চলে এসেছে রেফারের জন্য।
এভাবে বারবার লগআউট করে নতুন নতুন নাম্বার দিয়ে এভাবে রেফার করেনিন। আর যারা আগে থেকে Toffee অ্যাপ ইনস্টল করে নাম্বার দিয়ে লগইন করে ফেলেছেন কিন্তু রেফার কোড ব্যবহার না করায় ১ জিবি ফ্রি পাননি তারা 81685148 কোডটি অ্যাপে প্রবেশ করে মানুষ আইকনে ক্লিক করে Redeem code অফশনে এপ্লাই করলে সাথে সাথে ১ জিবি ফ্রিতে পেয়ে যাবেন।
একটা কথা মনে রাখবেন আপনি জিপি,রবি,এয়ারটেল সিমে কোনো এমবি পাবেন না।
শুধুমাত্র বাংলালিংক সিমে এমবি পাবেন।
আপনারা প্রতি রেফারে ৫১২ এমবি করে আপনার বাংলালিংক সিমে যোগ হয়ে যাবে যার মেয়াদ থাকবে পরবর্তী ৭ দিন।
তবে সুখবর হলো আজ রেফার করে যত এমবি ইনকাম করেছেন তার মেয়াদ যেহেতু ৭ দিন থাকবে,আর এই ৭ দিনের শেষের দিন কিংবা কাল,পরষু রেফার করলেই পরবর্তী ৭ দিন এমবির মেয়াদ বেড়ে যাবে।
আশাকরি বুঝতে পেরেছেন। না বুঝলে কমেন্ট করুন অথবা ভিডিওটি দেখুন
“প্রতিনিয়ত সবার আগে সকল সিমের Free net,Free Call,App Review,Facebook & Youtube টিপস এর ভিডিও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেল BD TRICK SH সাবসক্রাইব করবেন,ইউটিউবে BD TRICK SH লিখে সার্চ দিলে চ্যানেলটি পেয়ে যাবেন।”
“★প্রতিনিয়ত এরকম পোষ্ট সবার আগে দেখতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট]
WWW.BDTRICKSH.COM
“
★★যেকোনো সমস্যার সমাধানের জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করুনঃBDTRICKSH
সকলে ভালো থাকুন,সুস্থ থাকুন {{খোদাহাফেজ}}