হেলো বন্ধুর কেমন আছেন সবাই! আসা করি ঈদ সবার ভালই কেটেছে। আজ আপনাদের জন্য একটি অত্যান্ত গুরুত্বপূর্ণ ইফার নিয়ে হাজির হলাম বিশেষ করে যারা মাসিক প্যাক ব্যবহার করতে চান বা করেন তাদের জন্য একটি চমক অফার এটি।
মূলত এটিকে অফার বলা চলেনা কারন এটি বাংলালিংক সকল ইউজারদের জন্য প্রযোজ্য। তাই এটি সবাই নিতে পারবেন আর যত বার ইচ্ছা নিতে পারবেন।
বাংলালিংক মাসিক ইন্টারনেট প্যাক ৩৪৯ টাকায় ৩০ জিবি ৩০ দিন মেয়াদের এই অফারটি চালু করতে বিকাশ কিংবা যে কোন ভাবে ৩৪৯ টাকা রিচার্জ করলেই পেয়ে যাবেন ৩০ জিবি ইন্টারনেট যার মেয়াদ থাকবে ৩০ দিন
এই প্যাকেজটি ডায়াল করে এক্টিভ করার কোন উপায় নেই তাই আপনাকে অবশ্যই ৩৪৯ টাকা রিচার্জে করতে হবে।
ব্যালেন্স চেক করতে ডায়াল *৫০০০*৫০০
আমার ওয়েবসাইটে সবাইকে ভিজিট করার অনুরোধ রইলো আমার ওয়েবসাইট – bloodforlife.net
আমার ফেসবুক গ্রুপ – fb group