Trickbd এর সকল আপডেট ফেজবুকে পেতে Trickbd এর ফেজবুক পেজে লাইক দিন।
Like Trickbd on Facebook
আপনারা হয়ত প্রথমে দেখে বুঝতে পেরেছেন যে, অ্যান্ড্রয়েড এ্যাপস দিয়ে কল হিস্টরী চেক করা যাবে।
আমরা দেখে নেব যে এই এ্যাপস থেকে আমরা কি কি সুবিধা পাব:
- এই এ্যাপস দিয়ে আপনি কল হিস্টরী দেখতে পারবেন।
- এই এ্যাপস দিয়ে আপনি এস এম এস হিস্টরী দেখতে পারবেন।
- এই এ্যাপস দিয়েআপনি কল চার্জ হিস্টরী দেখতে পারবেন।
- এই এ্যাপস দিয়ে আপনি ইন্টারনেট হিস্টরী দেখতে পারবেন।
- এই এ্যাপস দিয়ে আপনি রিচার্জ হিস্টরী দেখতে পারবেন।
- এই এ্যাপস দিয়ে আপনি আপনার এফ এন এফ সরাসরি পরিবর্তন ডিলিট এবং এ্যাড করতে পারবেন।
আরো অনেক ভাল ভাল ফিচার রয়েছে, যাই হোক প্রথমে নিচে থেকে My Banglalink এ্যাপস টা ডাউনলোড করে নিন।
আমি মনে করি আপনাদের ডাউনলোড করা হয়ে গেছে। এই বার আপনি যে নাম্বার চেক করবেন সেই নাম্বার এর মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন
REG এবং পাঠিয়ে দিন 9876 নাম্বারে। কিছুখন পরে দেখতে পাবেন 9876 থেকে একটা Password এসেছে। এবার My Banglalink এ্যাপস টা ওপেন করুন,
প্রথমে আপনার কাক্খিত মোবাইল নাম্বর আর Password টি দিন, আর যদি Girl friend এর নাম্বার হয় তাহলে যে ভাবে হোক ভুগল পড়িয়ে Password টি নিয়ে
নিন। এবার লগইন এ ক্লিক করুন।
এবার আপনার নাম্বারটি যদি রেজিষ্টেন না করা থাকে তাহলে এর কম ভাবে রেজিষ্টেন করে নিন। তার পর সাবমিট এ ক্লিক করুন।
তার পর My Banglalink এ ক্লিক করুন।
তার পর My connection এ ক্লিক করুন।
তার পর Call History তে ক্লিক করুন। দেখবেন একটা Password চাবে আপনি যখন লগইন যে Password দিয়ে করেছিলেন সেই Password টা দিন। নিচে
দেখে নিন।
এবার দেখুন মজা আপনি কল হিস্টরী দেখতে পাচ্ছেন। এবং লাস্ট ৩০ টা Incoming এবং Outgoing কল হিস্টরী।
দেখুন নিচে
এবার দেখুন এস এম হিস্টরী
এবার দেখুন এফ এন এফ সংক্রান্ত তথ্য।
আমি আশা করি আপনারা সবাই পারবেন, অনেক কষ্ট করলাম আপনাদের জন্য, বাংলা লিখতে তো আর কষ্ট, যাই হোক আপনাদের যদি উপকারে আসে তাহলে
কমেন্টে জানাবেন।
বিদ্র: যাদের সিম রেজিষ্টেন করা আছে তারা মেসেজ পাঠিয়ে Password পাবেন না। আমি তাদের জন্য আর একটা ব্যাবস্তা রেখেছি।
তারা My Banglalink এ্র্যাপসটা ত্তপেন করে Forgot Password এ ক্লিক করুন। আপনার মোবাইল নাম্বর টি দিন, তার পর লাষ্ট রিচার্জ এমাউন্ট দিন, প্রথম এফ এন
এফ এবং ২য় এফ এন এফ দিন এবার By Sms এ ক্লিক করুন। এবার Get Password এ ক্লিক করুন। এবার আপনি আপনার Password নতুন করে সাজিয়ে নিন।
আমি আশা করি আপনারা সবাই পারবেন।
আর আপনি রেজিষ্টেশন শেষ করলেই পাবেন 50 MB ইন্টারনেট ফ্রি।
আগামী টিউনে থাকবে My Banglalink এপস এর মাধ্যমে কিভাবে আপনি অনলাইনে আপনার সিম কার্ড রেজিষ্টেশন করবেন। সে পর্যন্ত ভাল থাকুন, সুস্থ থাকুন আর Trickbd এর সাথেই থাকুন।