আপনারা অনেকেই BIN সম্পর্কে জানেন।BIN এর ফুল ফর্ম হলো Bank Identification Number.
যারা ভার্চুয়াল ক্রেডিট কার্ড পেতে চান তাদের জন্য একটা কার্যকরী মেথড হলো BINNING.

এই BINNING এর জন্য দরকার একটি শক্তিশালী Bank Number. যেটি দিয়ে সার্ভার random ভাবে শেষের Digit গুলো জেনারেট করে একটি পূর্নাঙ্গ মাস্টারকার্ড এর ইনফরমেশন দিবে।

আপনারা হয়তো অনেকে জানেন এখন Youtube Premium এর ট্রায়াল নেয়া যাচ্ছে Credit Card দিয়ে। বর্তমানে ট্রিকবিডিতে YOUTUBE PREMIUM নিয়ে অনেক অনেক টিউটোরিয়াল দেয়া আছে।তাই আজকে আমি YouTube Premium নিয়ে খুব বেশি লিখবো না। আপনারা ওয়েবসাইটের Youtube আর Binning অপশনে গেলে সেগুলো দেখতে পারবেন।

এখন একটা বিষয় দেখেছেন যে বিভিন্ন অথররা বিভিন্ন BIN দিয়ে থাকে। এসব BIN থেকে ক্রেডিট কার্ড জেনারেট করতে সাধারনত দুটি স্টেপ ফলো করতে হয়।

প্রথমটি হলো BIN থেকে CARD বের করা। আর দ্বিতীয়টি হলো Live CC সর্ট‌আউট করা।

আপনারা অনেকে জানেন এ দুটি ধাপের জন্য সবচেয়ে বেশি যেগুলো ব্যবহৃত হচ্ছে সেটি হলো Namseogen আর Mr checker

তবে CC CHECKER বর্তমানে ডাউন। ডাউন বলতে তাদের সার্ভিস ডাউন বোঝাচ্ছি। আপনারা এখনো ওয়েবসাইটটিটে যেতে পারবেন কিন্তু তারা তাদের ওয়েবসাইটটি Continue করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে।


এখানে দেখা যাচ্ছে ওয়েবসাইটটি Paused হয়ে গেছে। যার কারনে অনেকে হয়তো Bin থেকে Live CC জেনারেট করতে পারছে না।


তাদের জন্য‌ই আজকের পোস্টটি।আজকে নিয়ে এসেছি Mr.Checker এর একটি সেরা আল্টারনেটিভ। এই আল্টারনেটিভ ওয়েবসাইটটি দিয়ে আপনারা এখন থেকে আগের মতো‌ই YouTube Premium নিতে পারবেন। যদিও ইদানিং Youtube খুব Strictly কার্ডগুলো ভেরিফাই করছে।যার কারনে একটি শক্তিশালী BIN ছাড়া YT Premium নেয়া যাচ্ছে না।


ওয়েবসাইটটির নাম MytoolzNet

ওয়েবসাইটের লিংক এখানে
এটি একটি Live CC সর্ট‌আউট করার ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকে হুবহু Mr.Checker এর মতো যেভাবে সার্ভিস পেতে পারেন সেগুলো দেখাবো।

প্রথমে আপনারা Bin দিয়ে Namseogen থেকে কার্ড জেনারেট করবেন। ( ট্রিকবিডির Binning আর Youtube সেকশনে বেশ কিছু BIN দেয়া আছে)


দেখুন আমি প্রথমে Namseogen থেকে আমার BIN দিয়ে CC জেনারেট করলাম। এখানে সবগুলো‌ই কিন্তু লাইভ CC না। অর্থাৎ সবগুলো দিয়েই কিন্তু আপনার কাজ হবে না। এগুলো থেকে ফিল্টারিং এর মাধ্যমে আপনার Live CC লাগবে।

এজন্য এগুলো কপি করে উপরে দেয়া লিংক এ প্রবেশ‌ করলাম। এখানে একটু নিচে আসলে দেখুন সেখানে Card paste করার অপশন দেখাচ্ছে। আপনারা সেখানে কার্ডগুলো paste করে দিবেন।

এখন আরেকটু নিচের দিকে আসলে দেখবেন START বাটন। সেখানে Start এ ক্লিক করবেন।

এখন ওয়েবসাইটটি তার চেকিং এর কাজ‌ শুরু করবে। এরপর দেখেন এখানে live নামের অপশন দেখাচ্ছে। সেখানে ক্লিক করলেই দেখবেন আপনার Live CC গুলো।


এখানে দেখা যাচ্ছে ১০ টার মধ্যে আমার ৩ টি alive আছে।অর্থাৎ এগুলো নিয়ে কাজ চালানো যাবে।

এখন ইউটিউব প্রিমিয়াম কিভাবে নিবেন সেটি আগেই পোস্ট করা আছে ওয়েবসাইটে। আপনারা সেখান থেকে টিউটোরিয়াল দেখে তারপর Yt Premium নিতে পারেন।

আজ এই পর্যন্তই। আশা করি ভালো লাগবে।ট্রিকবিডির সাথেই থাকুন। ধন্যবাদ।

8 thoughts on "mrCHECKER ওয়েবসাইট ডাউন হ‌ওয়ায় Live CC চেক করবেন যেভাবে (ft. YOUTUBE PREMIUM)"

  1. panoj85940 Subscriber says:
    Mr checker vua live dekato
  2. SagorSrkian Author says:
    I don’t believe that. 👀 A Randomly generated bin shows the (LIVE) “charged amount” 🙄

    How is it even possible? 🤷‍♂️

    1. Cyber Grindelwald Author Post Creator says:
      Mr checker also didn’t showed all accuracy called when bin generated into CC there was Filter option that each CC will have 500-1000 US dollar.

      Its matter About Live CC.Not amount.

  3. zabir Contributor says:
    Vai trail শেষ,, এখন কিভাবে নিব?
  4. M. M. Anik Contributor says:
    Not working
  5. Cyber Grindelwald Author Post Creator says:
    Update: SITE updated a Registration process which is faulty.Thats why registration not working.

    NB: im not owner of this website

  6. Faisal Hasan Contributor says:
    eita onk agei try korssi kaje hoyna

Leave a Reply