Site icon Trickbd.com

Live credit Card চেক করুন এই নতুন ওয়েবসাইট দিয়ে (+Live Google supported Bin proof💲🏛️)

Unnamed

ট্রিকবিডিতে সবাইকে স্বাগতম

বেশ কিছুদিন আগে আমি একটি ওয়েবসাইট দেখিয়েছি যেটা দিয়ে আপনারা Bin থেকে live cc জেনারেট করতে পারেন। কিন্তু দুর্ভাগ্যবশত সেটি কয়েকদিন পরেই অফ হয়ে যায়। লাইভ ক্রেডিট কার্ড চেক করার সবচেয়ে সেরা ওয়েবসাইট ছিল mrCHECKER ওয়েবসাইটটি। কিন্তু তারাও তাদের কার্যক্রম থেকে সরে এসেছে। যার কারনে অনেকে হয়তো ইউটিউব প্রিমিয়াম সহ বিভিন্ন জিনিসের ট্রায়াল ফ্রিতে নিতে পারছেন না।

যারা জানেন না BIN কি, Bin এর পূর্নরুপ হলো ব্যাংক আইডেন্টিফিকেশন নম্বর।এটিকে বলা যায় একটি ব্যাংক থেকে যে credit card গুলো ইস্যু করা হয় সেটির মেইন স্ট্রাকচার এর মতো।এই Bin থেকে ওয়েবসাইট দিয়ে আপনারা ক্রেডিট কার্ড জেনারেট করতে পারবেন।


তো আজকে পরিচিতি করাবো এমন একটি ওয়েবসাইট যেটি দিয়ে Namseogen ওয়েবসাইটের CC গুলোর validity বা Live চেক করতে পারবেন।প্রথমত এটির জন্য দরকার একটি Bank identification number বা Bin.

আমি প্লে স্টোর সাপোর্টেড একটা Bin নিচে দিয়ে দিচ্ছি

Country: UNITED STATE Of America 🇺🇸🇺🇸

Bin: 546775505450xxxx
Date: July 2027

Type: prepaid (Google & google Play store supported ✅✅✅)

প্রথমে আপনারা Namseogen ওয়েবসাইটে গিয়ে advance অপশনে ক্লিক করে উপরের Bin টি পেস্ট করে ফেলুন। এরপর CC গুলো জেনারেট করূন।

Namseogen এর ওয়েবসাইট লিংক https://namso-gen.com/

CC জেনারেট করার পর যে Copy option আছে সেখান থেকে কপি করুন। Manually কপি করবেননা। কারন অনেকসময় alignment নষ্ট হয়ে যায়।

এখন আপনার দরকার Live CC সর্ট‌আউট করা। সেজন‌্য নিচের ওয়েবসাইটটিতে ক্লিক করুন

Live CC সর্ট‌আউটের ওয়েবসাইট

এখানে যে paste করার অপশন আছে সেখানে কপি করা CC গুলো paste করে দিন।

দেখুন আমাকে ৩ টি live card দেখাচ্ছে। এর মধ্যে Yellow mark করা এখানে দেখুন 5817.
এটিই আমি play store এ অ্যাড করে দেখাবো।


❌❌❌❌যদি সবগুলো dead দেখায় তাহলে আবার Namseogen এর ওয়েবসাইটে গিয়ে Quantity এর পরিমান 10 থেকে 50 করে দিন।Bin থেকে কার্ড জেনারেট হয়ে যাবে।

এখন এই লাইভ কার্ডটি যে গুগল সাপোর্টেড সেটিই আপনাদেরকে প্রমান করে দেখাবো



এজন্য আমি play store এর payment and subscription অপশনে গিয়ে Add credit Card এ গিয়ে কার্ডটি paste করে দিবো।

Country হচ্ছে Usa
আর Zip Code হিসেবে আপনারা ইচ্ছামতো usa জিপ কোড ইউজ করবেন। আমি একটি usa zip code দিয়ে Cardholder name এ নিজের নাম দিয়ে দিবো।
এরপর Add এ ক্লিক করবো। (❌❌Google security feature হিসেবে এখানে screenshot নেয়া যায়না)

দেখুন আমার কার্ডটি play store এ Add হয়ে গিয়েছে ✅✅✅

আজ এই পর্যন্তই। আশা করি আপনাদের উপকারে আসবে।যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট করতে পারেন। ট্রিকবিডিতে সাথেই থাকুন।