আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই?

আশা করসি আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালোই আছেন। পোস্টে টাইটেল দেখে হয়তো বুঝে গেছেন আজকে ব্রেভ ট্রায়াল নেওয়া দেখাবো। তো চলুন শুরু করা যাক।

 

[ব্রেভ ভিপিএন কি ? কেনো ব্যাবহার করবেন?

ব্রেভ ভিপিএন এর সাহায্যে সাধারণত অ্যাড ফ্রী ওয়েবসাইট ব্রাউজ করতে পারবেন এবং এখানে ইউটিউব প্রিমিয়াম এর প্রিমিয়াম ফিচারও ব্যাবহার করা যায় কিছুটা। যেমন এডস ফ্রী এবং ব্যাকরাউন্ড প্লে করতে পারবেন। ব্রেভ ভিপিএন হলো ব্রেভ ব্রাউজার এর একটি ফিচারস, এটি ব্যবহার করার জন্য প্রিমিয়াম করতে হয়।]

Bin- 546775xxxx

প্রথমেই বিনটি কপি করে NamsoGen এই ওয়েবসাইটটি থেকে কার্ড জেনারেট করে নিবো। কার্ড জেনারেট করার জন্য বিনটি পেস্ট করে “Generate” বাটনে ক্লিক করবো।

এরপর এখান থেকে যেকোনো একটি কার্ড কপি করে নিবো।

এখন ফোনে ব্রেভ ব্রাউজার ডাউনলোড করে নিবো। এই লিংক এ ক্লিক করে ব্রেভ ব্রাউজার ওপেন করবো।

মেইল দিয়ে “start free trial” এ ক্লিক করার পর অ্যাকাউন্ট টি ভেরিফাই করে নিবো।

এরপর আমাদের সামনে এইরকম পেজ আসবে।

এখন উক্ত কপি করা কার্ড ডিটেইলস বসিয়ে “start trial” এ ক্লিক করবো

দেখতে পাচ্ছেন আমাদের ট্রায়াল সম্পূর্ণ নেওয়া হয়েছে।

ভিপিএন কানেক্ট করার জন্য নিচের স্ক্রীনশট অনুসরণ করুন।

পুরো পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ ❤️ । কোথায় না বুঝলে এই ভিডিও দেখতে পারেন অথবা কমেন্ট করুন।

আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন।

 

আমাদের টেলিগ্রাম চ্যানেলে এ জয়েন করতে পারেন। এখানে প্রতিনিয়ত ইউটিউব প্রিমিয়াম সহ, সকল পেইড ভিপিএন, অ্যাকাউন্ট গিভওয়ে করা হয়।

4 thoughts on "Brave ব্রাউজার এবং ভিপিএন এর ট্রায়াল নিন খুব সহজেই!"

  1. Abdullah Contributor says:
    symlex vpn er trial ney ki kore ?
  2. Rezaul013 Contributor says:
    Playstore VPN trail hobe????
    1. twopointzero Author Post Creator says:
      Kon vpn
  3. Sohel92726 Contributor says:
    ভাই card কিভাবে জিমেল এ এড করব

Leave a Reply