Site icon Trickbd.com

নিয়ে নিন একদম ফ্রিতে প্রিমিয়াম Plus Ui Version 2.6.2 Blogger Template

আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার?

আশা করি যে আপনারা সবাই ভাল আছেন।

আজকের পোস্টে আমি আপনাদের সাথে, Plus Ui Version 2.6.2 Blogger Template  একদম ফ্রিতে শেয়ার করতে যাচ্ছি।

 

ব্লগারের মধ্যে আপনি যদি কোন ওয়েবসাইট বানাতে চান, তাহলে আপনার একটি খুব সুন্দর এবং SEO ফ্রেন্ডলি Template এর দরকার পড়ে।

এ সমস্যার সমাধান করতেই আজকের এই পোস্ট।

অনেকে হয়তো আগে থেকেই জানেন Plus Ui Blogger Template এর ব্যাপারে।

এটি অত্যন্ত সুন্দর একটি Blogger Template ।

আপনারা যদি এই টেমপ্লেটের একটি ডেমো দেখতে চান তাহলে এই লিংক থেকে ঘুরে আসতে পারেন।

Plus UI Demo

আপনাদের সুবিধার্থে আমি নিচে কিছু স্ক্রিনশট দিয়ে দিলাম।

 

কি দেখতে অনেক সুন্দর না?

জি হ্যাঁ এই টেমপ্লেট টা অনেক সুন্দর একটি Blogger Template,

এর আগেও ট্রিকবিডিতে এই টেমপ্লেট শেয়ার করা হয়েছিল।

প্রিমিয়াম Plus Ui Version 2.6 Blogger Template Download করুন ফ্রিতেই (0$)

আমি জানিনা কেন সে পোষ্টের ডাউনলোড লিংক কাজ করছে না। সেই চিন্তা থেকে আমি আবারও নতুন করে এই পোস্টটি শেয়ার করতে যাচ্ছি।

তবে এর আগের বার যে ভার্সিটি শেয়ার করা হয়েছিল, আমি তার চেয়ে একটু আপডেট ভার্সনটাই দিচ্ছি।

আমি নিজে আমার একটি ব্লগার সাইটের মধ্যে এই টেম্পলেটটি ব্যবহার করেছি।

যদিও আমি বেশি একটা পোস্ট করি নাই, তারপরও আপনাদের ডেমো দেখানোর জন্য স্ক্রিনশট দেখালাম।

তো এবারে আসি এই টেমপ্লেট এর ফিচার নিয়েঃ

তো আমি এখানে ডাইরেক্টলি তাদের ওয়েবসাইট থেকে ফিচারগুলো আপনাদের দেখাচ্ছি।

– Sleek and modern design

– Responsiveness:

– Rich features:

– Customization options

– Ease of use

– Paid template

– Modern browser compatibility

– No AMP support

– Web Core Vitals optimization

– Structured Data

– Infrequent Updates

 

এ সকল ফিচার আপনি আপনার ট্যাবলেট এর মধ্যে পেয়ে যাবেন।  আমি সব ফিচার এইখানে দেই নি আপনি আরও জানতে চাইলে তাদের Website থেকে দেখে আসতে পারেন। 

এবারে পোষ্টের সবচেয়ে মূল মধ্যে চলে আসে। আর সেটা হচ্ছে ডাউনলোড পার্ট।

 

ডাউনলোড করার জন্য

Drive Download Link

ডাউনলোড ফাইল এর মধ্যে আপনি একটি .xml ফাইল পেয়ে যাবেন সেটা টেমপ্লেটের জায়গার মধ্যে আপলোড করে দিলেই হয়ে যাবে। আশা করি এই প্রসেসটা আপনাকে শেখাতে হবে না, আপনার যদি একটি ব্লগার সাইট থেকেই থাকে, তাহলে আপনি অবশ্যই এটা করতে পারবেন। কিন্তু আপলোড করার সময় মনে রাখবেন আপনার আগের সাইটের ব্যাকআপ অবশ্যই নিয়ে নেবেন।

 

যারা এখনো আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করেন নাই ,

তারা এইখান থেকে জয়েন করে নিনঃ আমার টেলিগ্রাম চ্যানেল