সবাইকে আমার পোস্টে স্বাগতম
আজ আপনাদের আমি দেখাবো কিভাবে আপনার Android ফোন দিয়ে Blogger এ Template আপলোড দিতে হয়।
তাহলে চলুন শুরু করি।
আপনার প্রথমে লাগবে একটা ভালো মানের ব্রাউজার।Google Chrome/FireFox/Puffin হলে ভালো।তবে UC Browser এ ও হবে।
প্রথমে ব্লগার ড্যাশবোর্ডে যান blogger.com এ গিয়ে।এরপর আপনার ব্লগ নির্বাচন করে,ব্লগের Template অপশনে যান।
এরপর কোণায় দেখুন Backup & Restore অপশন আছে।সেইখানে ক্লিক দিলে একটা পপ আপ আসবে।দেখুন নিচে।
চাইলে আপনি আপনার বর্ত্তমান টেম্পলেট ব্যাক আপ রাখতে পারবেন।এরজন্য Download Template এ ক্লিক করে ডাউনলোড করেনিন।
এবার Choose File এ ক্লিক করে Documents এ ক্লিক করেন।
এরপর আপনার টেম্পলেট যেখানে আছে,সেখানে গিয়ে ক্লিক করবেন,এরপর নিচের মতো Upload এ ক্লিক করেন।
এরপর কিছুক্ষণ অপেক্ষা করুন।দেখবেন Template Uploaded successfully মেসেজ দেখাবে।
এর অর্থ,আপনার টেম্পলেট সফল ভাবে Upload হয়েছে।আপনার ব্লগে গিয়ে দেখুন আপনার টেম্পলেট।
তাহলে শেষমেশ শিখে গেলেন কিভাবে Android দিয়ে ব্লগার টেম্পলেট আপলোড করতে হয়।
কপি করবেন না,করলে পরিপুর্ণ ক্রেডিট দিবেন।