ব্লগারে অটোমেটিক Sitemap তৈরি হয় (.xml) ফাইলে। আর এটি গুগলে সহজেই Index হয় তবে যদি না হয় তাহলে আপনি বিকল্প হিসাবে Html সাইটমেপ তৈরি করে রাখতে পারেন। বা নিজের সাইট এর সবার জন্য বা নিজের জন্য সবকিছু সহজ হওয়ার জন্য এটি ব্যবহার করতে পারেন!
গুগল আপনার Sidebar থেকে Html Sitemap পেজ থেকে ডাটা নিতেও পারে তাই এই পেজ ব্লগার ওয়েবসাইট এও তৈরি করা প্রয়োজন।
তো চলুন শুরু করা যাক!
ডেমো দেখুন
(এই লিংক শুধু ডেমো দেখার জন্য)
কিভাবে Html সাইটমেপ তৈরি করবেন?
স্টেপ ১ঃ প্রথমে ব্লগারে ডাসবোর্ডে যান।
স্টেপ ২ঃ এখন Pages এ ক্লিক করুন!
স্টেপ ৩ঃ এখন প্লাস আইকন এ ক্লিক করুন!
স্টেপ ৪ঃ এখন Sitemap নামে একটি পেজ তৈরি করুন!
নিজের কোডটি কপি করে এখানে বসান।
তারপর পাবলিশ করুন!
(কোড একটু বড় তাই এখান থেকে কপি করুন!)

তো Html সাইটমেপ তৈরি হয়ে যাবে। ডিজাইন নিয়ে চিন্তা নেই সেটা আপনার থিমের সাথে অটো তৈরি হয়ে যাবে।
@Trickbd Team আমি এই পোস্ট গুলো আমার সাইট পোস্ট করে তবে Trickbd তে পোস্ট করার অনেক পড়ে। আমি শুধু সাইট টা সুন্দর করার জন্যই পোস্ট গুলো করে থাকি ☺️
6 thoughts on "কিভাবে ব্লগারে HTML সাইটমেপ তৈরি করবেন?"