
তো চলে এলাম নতুন করে আরো একটি ব্লগারের জন্য নতুন টুল নিয়ে।যেটির ডিজাইন এবং সিস্টেম অসাধারণ করে বানানো হয়েছে। এই টুলটি হলো Text To File Generator। এই টুলটি ব্লগারের কোনো ওয়েবসাইটেই পাবেন না কেনো এটি সম্পূর্ণ আমার তৈরি করা নতুন টুল। তাই এটি ব্যবহার করে ভালো ভিজিটর পেতে পারেন আপনার ব্লগার ওয়েবসাইটে।
তো চলুন শুরু করা যাক!
Text To File Generator – ব্লগার টুল
এই টুলটি আপনার যেকোনো লেখাকে (html, txt, php, js…) এমন অনেকগুলো ফাইলে তৈরি করে দিবে। যার জন্য File type নিজেই সিলেক্ট করার সিস্টেম যুক্ত করেছি!
এমন একটি টুল বলতে Txt File Generator এটি পোস্ট করেছিলাম। ওই টুলটি ও অনেক ভালো তবে ওটির থেকে এটি আরো সুন্দর মডিফাইড করে বানিয়েছি।
টুলটির ফিচারঃ
- সুন্দর ডিজাইন
- লেখা কাউন্টার
- ফাইল নাম ইনপুট এবং ফাইল টাইপ সিলেক্ট ইনপুট
- সুন্দর ডিজাইনের সাথে ডাউনলোড বাটন এবং Downloading অ্যানিমেশন (…)
- টোয়েন্ট নোটিফিকেশন সিস্টেম
লাইভ ডেমোঃ
কিভাবে টুলটি ব্লগারে যুক্ত করবেন?
টুল তৈরি জন্য অবশ্যই পেজ তৈরি করা লাগে।
তো প্রথমে ব্লগার ডাসবোর্ডে যান।
এখন নিচের কোডটি কপি করুন! তারপর Txt File Generator নাম এবং কোডগুলো বসিয়ে পেজ পাবলিশ করুন।
এখন পেজে ভিসিট করুন!