তো চলে এলাম আরো একটি নতুন টুল নিয়ে আপনাদের মাঝে। এই টুলটি হলো File Editor টুল। আপনি যদি কোনো ফাইল এডিট করতে চান তাহলে অ্যাপ দিয়ে করেন তবে সেই সময় অ্যাপ না থাকলে অনলাইন এসে খুজেন তবে এখন যদি সেটা আপনার ওয়েবসাইটেই যুক্ত থাকে তাহলে কেমন হবে! তাই এবার যেকোনো ফাইল এডিট করার টুল নিয়ে এসেছি। তো চলুন শুরু করা যাক!
File Editor – টুল
এই টুলটিতো আপনি যেকোনো ফাইল এডিট রতে পারবেন। যেমনঃ txt, html, pdf, svg, js, css… এমন অনেক গুলো যেগুলো text দিয়ো থাকে।
টুলটির ফিচারঃ
- সুন্দর ডিজাইন এবং গুগল ফন্ট
- আইকন এর ব্যবহার
- মোবাইল এবং ডেস্কটপ ফ্রেন্ডলি
- Editor (Undo & Redo) সিস্টেম
Undo & Redo ডেস্কটপের Ctrl+Z & Ctrl+Y কাজ করবে - File Name বদলাতে পারবেন
- Toast নোটিফিকেশন সিস্টেম
- Animatd Pop up, এডিটর ফুল স্ক্রিন
এবং ডাউনলোড সিস্টেম - যেকোনো ফাইল এডিট করতে পারবেন
টুলটির ব্যবহারঃ
প্রথমে Upload File এ ক্লিক করে আপনি যে ফাইলরি এডিট করবেন সেটি সিলেক্ট করুন!
তারপর নিজের মতো এডিট করুন!
সব ঠিক থাকলে ডাউনলোড করে নিন! চাইলে ফাইল নাম বদলাতোও পারেন!
লাইভ ডেমোঃ
কিভাবে টুলটি ব্লগারে যুক্ত করবেন?
টুল তৈরি জন্য অবশ্যই পেজ তৈরি করা লাগে।
তো প্রথমে ব্লগার ডাসবোর্ডে যান।
এখন নিচের কোডটি কপি করুন! তারপর File Editor নাম এবং কোডগুলো বসিয়ে পেজ পাবলিশ করুন।
এখন পেজে ভিসিট করুন!
6 thoughts on "কিভাবে ব্লগারে File Editor টুল তৈরি করবেন?"