তো চলে এলাম আরো একটি নতুন ব্লগার টুল নিয়ে যেটি দাড়া আপনি YouTube এর যেকোনো ভিডিও-র Thumbnail ডাউনলোড করতে পারবেন। শুধু Url দিবেন আর একদম HD Thumbnail বের করে দিবে।
টুলগুলো শেয়ার করতে সময় না লাগলেও তৈরি করতে আমার অনেক সময় লাগে, ডিজাইন, সিস্টেম এসব অনেক সময় লাগে। তাই দয়া করে এটি শুধু আপনার সাই এর টুলস হিসাবে ব্যবহার করবেন। অন্য খানে নিজের নামে ব্যবহার করবেন না।
Youtube Thumbnail Downloader – টুল
আপনি এমন টুল অনলাইনে অনেক দেখে থাকবেন, তবে অনেক Ads এর ও জামেলা থাকে আবার ডিরেক্ট ডাউনলোড হয় না, কোয়ালিটি খারাপ থাকে তবে আমার টুল এ কোনো সমস্যা নেই। ক্লিক করলে সাথেই ডাউনলোড হবপ এর জন্য blob Function ব্যবহার করেছি। একদম HD কোয়ালিটির Thumbnail টি দিবে।
টুলটির ফিচারঃ
- সুন্দর ডিজাইন এবং মোবাইল — ডেস্কটপ ফ্রেন্ডলি
- বেশি সময় লাগে না Fecthing করতে (max 3-5 second) এটি নিজেই করছি যাতে সুন্দর হয়
- Thumbnail fetching হওয়ার সময় Loading হিসাবে Lazyload হবে
- Downloading এবং Input vaild সিস্টেম এবং Animation
- কালারফুল বাটন
আরো অনেক রয়েছে….
লাইভ ডেমোঃ
কিভাবে টুলটি ব্লগারে যুক্ত করবেন?
টুল তৈরি জন্য অবশ্যই পেজ তৈরি করা লাগে।
তো প্রথমে ব্লগার ডাসবোর্ডে যান।
এখন নিচের কোডটি কপি করুন! তারপর YouTube Thumbnail Downloader নাম এবং কোডগুলো বসিয়ে পেজ পাবলিশ করুন।
এখন পেজে ভিসিট করুন!
4 thoughts on "কিভাবে Blogger এ Youtube Thumbnail Downloader টুল তৈরি করবেন?"