
তো চলে এলাম ব্লগারের জন্য আরো একটি নতুন টুলস নিয়ে। যেটা হলো Blogger Sitemap Generator টুল। এটি দারা আপনি url দিয়ে আপনার ব্লগার ওয়েবসাইটের জন্য Sitemap তৈরি করতে পারবেন।
এই টুলটি ব্লগাটে বেশি ওয়েবসাইটে নেই আপনার ওয়েবসাইটে থাকলে অনেক ভিজিটর পেতে পারেন। আমার করা ডিজাইন এবং সিস্টেম কোনো ওয়েবসাইটে নেই তাই কোনো সমস্যা নেই এতে। ব্লগারে পোস্টের সাথে টিল রাখলে ভালো একটা ভিজিট পাবেন আপনি আর তখন Adsense থাকলে খুব ভালো একটা টাকা পাবেন ওয়েবসাইট থেকে। তো চলুন শুরু করা যাক!
টুলটির ফিচারঃ
-
এটি মূলত robots.txt ফাইল জেনারেট করে যেটা ব্লগারে Sitemap হিসাবে গুগলে ডাটা পাঠায়। এটি ব্যবহার করলে গুগল অনেক সহজেই ডাটা পায় এবং আপনার ওয়েবসাইটপর সব সহজেই লোড হয়। টুলটি যা যা ব্যবহার করা হয়েছেঃ
- সুন্দর ডিজাইন + মোবাইল এবং ডেস্কটপ ফ্রেন্ডলি
- Tailwind Css, Remixicon এবং “Open sans” গুগল ফন্ট ব্যবহার করা হয়েছে
- Info > Tooltips সিস্টেম
- Input Vaildtion সিস্টেম
লাইভ ডেমোঃ
আমার ওয়েবসাইটে নিজপর ডিজাইনের জন্য, ডিজাইন একটি আলাদা হয়ে আছে। তবে কেমন ডিজাইন হবে তার জন্য স্ক্রিনসোট দিচ্ছে।
কিভাবে টুলটি ব্লগারে যুক্ত করবেন?
টুল তৈরি জন্য অবশ্যই পেজ তৈরি করা লাগে।
তো প্রথমে ব্লগার ডাসবোর্ডে যান।
এখন নিচের কোডটি কপি করুন! তারপর Blogger Sitemap Generator নাম এবং কোডগুলো বসিয়ে পেজ পাবলিশ করুন।
এখন পেজে ভিসিট করুন! দেখুন হয়ে গেছে।