Site icon Trickbd.com

পর্ব-১ ব্লগিং স্কুলঃ ব্লগার পরিচিতি ও ব্লগ খোলা!

Unnamed

আসসালামু আলাই কুম । আশা করি সবাই ভালো আছেন? আপনাদের দোয়াই আমিও ভাল আছি। আমি সাজ্জাত হোসেন শান্ত আপনাদের সাথে শেয়ার করব গুগল এর একটি সেবা ব্লগার এর বিস্তারিত, আরো দেখাবো কিভাবে blogger থেকে একটি ব্লগ খুলে সেখান থেকে google adsense অথবা অন্য কোন এড নেটওয়ার্ক থেকে আয় করবেন। আমাদের প্রথম তিন পর্ব থাকবে, কিভাবে একটি ব্লগ সাজাবেন সে বিষয় এর ব্যাসিক এবং পরের পর্বগুলোতে ব্লগিং এসইও ‍‌ ও ব্লগ আকর্ষণীয় ডিজাইন করার নিয়ম। তাহলে চলুন আর বেশী কথা না বলে শুরু করি।

কিভাবে একটি ব্লগ খুলবেনঃ

ব্লগ খোলার আগে ডেমো দেখতে এখানে ক্লিক করুন।

আপনার জন্য যা প্রয়োজন :
* একটি জিমেইল একাউন্ট।
* একটি ভাল ব্রাউজার (Chorme,Mozila,etc)
* ইন্টারনেট সংযোগ।
* ধৈর্য আর একটু বুদ্ধি।

শুরু করুন :

সবার প্রথম এখানে যান ! এখন নিচের ছবিগুলো ফলো করুন।

এবার আপনার জিমেইল দিয়ে সাইন ইন করুন। তারপর

একটি প্রোফাইল সিলেক্ট করুন।
এখন ব্লগ এর টাইটেল, ব্লগ এর লিংক এবং ডেমো এর মত ব্লগ করতে নিচের দেখানো থিম সিলেক্ট করুন।

(বিঃদ্রঃআপনার ব্লগ এড্রেস হবে YourBlog.BlogSpot.Com এর মত।)

তাহলে আজকের মত বিদায় শ্রীঘ্রই পরের পর্ব গুলো নিয়ে হাজির হব। আর সবাইকে আমার ছোট্ট ব্লগ Voice71.CF তে ঘুরে আসার দাওয়ার রইল। আশা করি দাওয়াত গ্রহন করবেন।

কেউ কপি করলে এ ক্রেডিট দিবেন।

Exit mobile version