আস্সালামুয়ালাইকুম, আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।
আমাদের দেশের অনেক ছেলে-মেয়ে অসেন যাদের ইচ্ছা একটি ওয়েবসাইট তৈরী করা আবার অনেকে আছেন যারা সাইট তৈরী করেছেন কিন্তু অসম্পূর্ণ। তাদের কথা চিন্তা করেই আমি আজ থেকে আমার অভিঙ্গতা থেকে আপনাদের জন্য টিউটোরিয়াল শুরু করেছি। আমি আপনাদেরকে শিখাব কিভাবে একটি প্রফেশনাল ওয়েবসাইট তৈরী করতে হয় এবং Google Adsense পাওয়া যায়। আমি Google Adsense পাওয়ার ১০০% নিশ্চয়তা দিতে পারি যদি আমার ট্রিক অনুযায়ী কাজ করেন।
গত পর্বতে আপনাদের দেখিয়ছি যে কিভাবে একটি ব্লগার সাইট খুলতে হয়, ত যাইহোক আজকে আপনাদেরকে শিখাব কিভাবে ব্লগার টেম্পেলেট পরির্বতন এবং ইডিট করবেন।
যেভাবে কাজ করবেন :
প্রথমে ব্লগ এ প্রবেশ করুন এবং Theme এ যান
এরপর Backup/Restore এ ক্লিক করে Theme.xml সিলেক্ট করে Upload এ ক্লিক করুন।
এরপর Theme Edit করার জন্য Layout এ গিয়ে Edit করুন।
কিভাবে ব্লগার টেম্পেলেট পরির্বতন এবং ইডিট করবেন বিস্তারিত জানতে এই ভিডিওটি দেখুন :-
আশা করি সবাই বুঝতে পেরেছেন, আগামি টিউটোরিয়াল এ নতুন কিছু নিয়ে হাজির হব,
ততদিন সবাই সুস্থ থাকেন ভাল থাকেন
আল্লাহ হাফেজ।