আস্সালামুয়ালাইকুম,
আশা করি আপনারা সবাই ভাল আছেন। বেশ কয়েকদিন পরে অনেক ব্যস্ততার মাঝে থেকেও আমি আবারও আরেকটি নতুন বিষয় নিয়ে হাজির হলাম। আমি আজ আপনাদেরকে দেখাব কিভাবে আপনার ব্লগ সাইট এ Adsense পাবেন। আমি আগেই বলে রাখি ভিডিওতে যত ভালভাবে বুঝান সম্ভব ততটা লিখে বুঝান সম্ভব না।
Adsnse পাওয়ার জন্য যেগুলো নিয়ম অনুসরন করতে হবে :
- Copyright free পোস্ট বা কনটেন্ট লিখতে হবে
- Copyright free image বা photo নিতে হবে
- ২০০-২৫০ word বা এর উপর পোস্ট কনটেন্ট লিখতে হবে
- .com domain premium version নিতে হবে/.blogspot.com domain হলেও হবে
- ওয়েবসাইট এ About Us, Contact Us, Privacy Poilcy & Disclaimer add করতে হবে
- ৫০-৬০ টা ভালমানের পোস্ট লিখতে হবে
- যদি ১-৬ step সম্পূর্ণ হওয়ার পরে Adsense এর জন্য Apply করবেন
বিস্তারিত জানতে নিচের ভিডিও দেখতে পারেন :
অাগামি পর্বতে নতুন বিষয় নিয়ে হাজির হব ততদিন সবাই সুস্থ থাকুন ভাল থাকুন
আল্লাহ হাফেজ।