আস-সালামুয়ালাইকুম,
কেমন আছেন সবাই ?
আশা করি আল্লাহর রহমতে ভালই আছেন।
আমি মেজবা উদ্দিন জিহাদ । আমি আবার চলে আসলাম ব্লগ ডিজাইন সিরিজ এর আরেকটি টিউটরিয়াল নিয়া।
তাই সেই ধারাবাহিকতার আজকে পর্বঃ কিভাবে ব্লগে পোষ্ট করবেন?
আজকে আমরা আলোচনা করবো কিভাবে ব্লগ এ পোষ্ট করবেন। তাহলে শুরু করা যাকঃ
- প্রথমে আপনার ড্যাশবোর্ড এর উপরে দেখুন New Post নামে একটা অপশন আছে। সেখানে ক্লিক করুন। ক্লিক করলে নিচের মত একটি বক্স আসবে।
- উপরের Post Title লেখার জায়গায় আপনার ব্লগ পোষ্টের টাইটেলটি লিখতে হবে। স্কীনসর্ট সরূপ দেখুন আমি নিচের ছবিতে লিখেছি।
- এখন নিচের লাল মার্ক করা যায়গায় আপনার সম্পূর্ন পোষ্টটি লিখতে হবে, স্কীনসর্ট সরূপ দেখুন আমি নিচের ছবিতে লিখেছি। এটি দেখতে অনেকটা MS Word এর মত। এখানে যে ম্যানু গুলি রয়েছে সেগুলি ব্যবহার কররে আপনার পোষ্টটিকে ভালভাবে সাজাতে পারবেন। এ অংশটি আপনি নিজে নিজেই বুঝতে পারবেন।
- এখন আপনি উপরে লক্ষ করুন Compose এই অপশন এর পাশে HTML নামের একটা অপশন আছে সেখানে ক্লিক করে আপনার ব্লগ পোষ্টের যাবতীয় Html এবং Css কোডগুলি দেখতে পাবেন। আপনার যদি Html এবং Css বিষয়ে কোন অভীজ্ঞতা না থাকে, তাহলে এ অংশটিতে কাজ করার কোন প্রয়োজন নেই ।
- ব্লগ এর ডানপাশে দেখুন level নামক একটা অপশন আছে । এই লেভেলটি হল আপনি যেমন ওয়াপকা বা ওয়ার্ডপ্রেস এ পোষ্ট করার জন্য পোষ্ট অনুযায়ী যেই ক্যাটাগরি বাছাই করে থাকেন এটা হচ্ছে সেই ক্যাটাগরিস। যাকে ব্লগ এর ভাষায় লেভেল বলা হয়।এখন আপনি লেভেল এ ক্লিক করে একটা বক্স পাবেন, এখানে আপনি কোণ ক্যাটাগরিতে আপনার পোষ্টটি করবেন সেই বক্স এ আপনার ক্যাটাগরিস এর নামটি লিখে Done এ ক্লিক করুন ।
- ব্লগ এর ডান পাশে আরো একটি অপশন পাবেন সেটি হল Search Description । এখানে আপনার পোষ্টটির বিবরণ খুব ছোট করে লিখতে পারেন। এই কিওয়ার্ড এর মাধ্যমে সার্চ ইঞ্জিন হতে সবাই আপনার পোষ্টটি খুজে পাবে। এটিও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। স্কীনসর্ট সরূপ দেখুন আমি নিচের ছবিতে লিখেছি।
- ব্লগ এর উপরে ডান পাশে দেখুন publish নামক একটা অপশন আছে । এখন আপমি সেটাতে ক্লিক করলে আপনার পোষ্টটি পাওলিশ হয়ে যাবে ।
- এছাড়াও আরো কিছু অংশ রয়েছে। তবে এ গুলি না করলেও কোন সমস্যা নেই। এই জন্য এ গুলি নিয়ে এখানে আলোচনা করলাম না। যদি কখনো সময় পাই তাহলে এই গুলা নিয়া আলোচনা করবো ।
পরবর্তী পোষ্টে যা থাকছেঃ ব্লগার Template কি কিভাবে টেমপ্লেট এড করতে হয়।
আশাকরি ২৪ওয়ার্ল্ডটিপ্স এবং ট্রিকবিডি এর সাথে থাকবেন।আর পোষ্টটি কেমন লেগেছে কমেন্ট এ জানাবেন, কারণ আপনার একটি পজেটিভ কমেন্ট এর কারণে একটি টিউন লেখক এর টিউন লেখতে আগ্রহ বাড়ে। ধন্যবাদ
প্রথম প্রকাশিত এখানেঃ 24worldtips.ml
দয়া করে প্লিজ সবাই আমার চ্যানেলটি Subscribe করুন।