আস-সালামুয়ালাইকুম,
কেমন আছেন সবাই ?
আশা করি আল্লাহর রহমতে ভালই আছেন।
আমি মেজবা উদ্দিন জিহাদ । আমি আবার চলে আসলাম ব্লগ ডিজাইন সিরিজ এর আরেকটি টিউটরিয়াল নিয়া।
তাই সেই ধারাবাহিকতার আজকে পর্বঃ টেমপ্লেট কি এবং কিভাবে টেমপ্লেট এড করতে হয় ?
আজকে আমরা আলোচনা করবো টেমপ্লেট কি এবং কিভাবে টেমপ্লেট এড করতে হয়? তাহলে শুরু করা যাকঃ
টেমপ্লেট কিঃ
- টেমপ্লেট হলো আপনার ব্লগের থিমস কেই টেম্পলেট বলে।
একটা টেমপ্লেটে কি থাকে চলুন দেখি ছবিতেঃ
কিভাবে টেমপ্লেট এড করতে হয়?
- প্রথমে আপনি আপনার ব্লগ এর ড্যাশবোর্ড থেকে Tamplete অপশনে যান।
- এখন Tamplate অপশন এর ডানপাশে উপরে লক্ষ করুন Backup / Restore নামে একটা অপশন আছে
- সেখানে ক্লিক করুন। সেখানে ক্লিক করলে নিচের মত একটা পপআপ বক্স আসবে।
- এখন choose file অপশন থেকে আপনার ব্লগ টেমপ্লেটটি সিলেক্ট করে দিন।
- এখন upload এ ক্লিক করুন।
হয়ে গেল আমাদের থিম এড করা। চলুন দেখে নেই থিম এড করার আগে সাইট কেমন ছিল আর এখন কেমন হয়েছে।
এই ছবিটা সাইট এর থিম এড করার আগেঃ
এটা থিম এড করার পরেঃ
পরবর্তী পোষ্টে যা থাকছেঃ ব্লগার Layout কি? এবং Widgets কিভাবে এড করতে হয়।
আশাকরি ২৪ওয়ার্ল্ডটিপ্স এবং ট্রিকবিডি এর সাথে থাকবেন।আর পোষ্টটি কেমন লেগেছে কমেন্ট এ জানাবেন, কারণ আপনার একটি পজেটিভ কমেন্ট এর কারণে একটি টিউন লেখক এর টিউন লেখতে আগ্রহ বাড়ে। ধন্যবাদ