আস-সালামুয়ালাইকুম,
কেমন আছেন সবাই ?
আশা করি আল্লাহর রহমতে ভালই আছেন।
আমি মেজবা উদ্দিন জিহাদ ।একটু সমস্যার কারনে একটু দেরিতে আমি আবার চলে আসলাম, ব্লগ ডিজাইন সিরিজ এর আরেকটি টিউটরিয়াল নিয়া।
তাই সেই ধারাবাহিকতার আজকে পর্বঃ ব্লগ এ কিভাবে টেমপ্লেট Customize করতে হয়?
আজকে আমরা আলোচনা করবো ব্লগ এ কিভাবে টেমপ্লেট Customize করতে হয়?
তাহলে শুরু করা যাকঃ
ব্লগ এ কিভাবে টেমপ্লেট এড করতে হয় সেটা না জানলে কিভাবে টেমপ্লেট এড করতে হয় এখন থেকে দেখে আসুন।
কিভাবে টেমপ্লেট এড করতে হয়?
ব্লগ এ কিভাবে Widgets কিভাবে এড করতে হয় ? সেটা না জানলে কিভাবে Widgets কিভাবে এড করতে হয় এখন থেকে দেখে আসুন,
কিভাবে Widgets কিভাবে এড করতে হয় ?
কারন এই দুইটা টেমপ্লেট কাস্টমাইজ করায় অনেক ভুমিকা পালন করে।।
আমি আপনাদের সাথে এমন একটি থিম শেয়ার করবো যেটা মূলত যেটা আপনি HTML &
XML এর কাজ না জানলেও এই টেমপ্লেট কাস্টমাইজ করতে পারবেন।
চলুন থিমটি টির একটি ডেমো দেখে নেই…।
এই থিম এর যাষ্ট টপ মেনু + মেইন মেনুর লিঙ্ক গুলা চেঞ্জ করতে গেলে আপনাকে একটু HTML এর ভিতর থেকে লিংক চেঞ্জ করতে হবে। আর যদি আমাদের ক্যাটাগরিস এর সেম নাম দিয়ে ক্যাটাগরিস বানান তাহলে আর আপনাকে সেখানেও হাত দিতে হবে না…
টেমপ্লেট ডাউনলোড লিংকঃ Click here To Download
টপমেনু এর লিঙ্ক গুলা চেঞ্জ করতে হলেঃ
- প্রথমে ড্যাশবোর্ড থেকে Tamplate এ ক্লিক করুন
- এখন live on blog এর পাশে mobile এর নিচে satting আইকন এ ক্লিক করুন।।
- ক্লিক করার পর নিচের মত একটা পপআপ মেনু আসবে।।
- এখন সেখানে Yes. Show mobile theme on mobile devices. এটা সিলেক্ট আছে সেখান থেকে No. Show desktop theme on mobile devices. দিয়ে সেভ এ ক্লিক করুন।
- এখন live on blog এর নিচে EDIT HTML এ ক্লিক করুন ।।
- ক্লিক করলে নিচের মত একটা বক্স আসবে
- এখন সেখান থেকে নিচের ছবির কোড গুলা খুজে বের করুন / কি-বোর্ড থেকে Ctrl+F চাপুন তারপর <div id=’header-top’> লিখে সার্চ দিন, সার্চ দিলে নিচের কোড গুলা পেয়ে যাবেন।।
- এখন সেখান থেকে নাম আর লিঙ্ক গুল চেঞ্জ কর দিলে টপ মেনু বার এর অপশন গুলা চেঞ্জ হয়ে যাবে।
- যেমন এই রকম দেয়া আছেঃ
- <li><a href=’/p/about.html‘ itemprop=’url’><span itemprop=’name’>ABOUT</span></a></li>
- সেখান থেকে আমি চেঞ্জ করে এমন দিলামঃ
- <li><a href=’/p/disclimer.html‘ itemprop=’url’><span itemprop=’name’>Disclimer</span></a></li>
- এখন save tamplate এ ক্লিক করুন
- এখন দেখুন আপনার অপশন গুলো চেঞ্জ হয়ে গেছে।
- সেম ভাবে আপনি মেইন মেনুবার গুলা চেঞ্জ করতে পারবেন।।
আশাকরি ২৪ওয়ার্ল্ডটিপ্স এবং ট্রিকবিডি এর সাথে থাকবেন।আর পোষ্টটি কেমন লেগেছে কমেন্ট এ জানাবেন, কারণ আপনার একটি পজেটিভ কমেন্ট এর কারণে একটি টিউন লেখক এর টিউন লেখতে আগ্রহ বাড়ে। ধন্যবাদ