আস-সালামুয়ালাইকুম,
কেমন আছেন সবাই ?
আশা করি আল্লাহর রহমতে ভালই আছেন।
আমি মেজবা উদ্দিন জিহাদ ।একটু সমস্যার কারনে একটু দেরিতে আমি আবার চলে আসলাম। আমরা কিছু দিন আগে শিখেছি কিভাবে ব্লগ ডিজাইন করতে হয়। আজকে আমরা শিখবো কিভাবে আকর্ষণীয় Floating Facebook Page Like Box ব্লগে যুক্ত করতে হয়।
আগের পোষ্টটায় সমস্যার কারনে আমি আন্তঃরিক ভাবে দুখিত কারণ ট্রিকবিডিতে সাপোর্ট করে না তাই আমার পোষ্ট করলাম অন্য জায়গায় কোড দিয়ে। এই সমস্যার কারণ এবং আগের পোষ্ট টা ডিলেট করার জন্য।
চলুন দেখুন কিভাবে ব্লগে যুক্ত করবেনঃ
Live Demo
- প্রথমে ব্লগার ড্যাশবোর্ড হতে Template > Edit Html ক্লিক করুন।
- এরপর <***/***body****> ট্যাগটি সার্চ করুন।
- এখন নিচের কোডগুলি <****/***body*** > ট্যাগের উপরে পেষ্ট করুন।
বিঃ দ্রঃ ** চিহ্ন ছাড়া সার্চ করবেন
- এরপর Save Template এ ক্লিক করে বেরিয়ে আসুন।
- এখন ব্লগার ড্যাশবোর্ড হতে Layout এ যান।
- এখন ডান পাশের লেআউট হতে Add Gadget এ ক্লিক করুন।
- তারপর HTML/JavaScript এ ক্লিক করুন।
- এবার নিচের কোডগুলি কপি করে HTML/JavaScript এর ঘরে পেষ্ট করুন।
- উপরের লাল করে লেখা official.mejbauddin এর যায়গায় আপনার Facebook Page এর user name দিয়ে Save করুন।
আশাকরি ২৪ওয়ার্ল্ডটিপ্স এবং ট্রিকবিডি এর সাথে থাকবেন।আর পোষ্টটি কেমন লেগেছে কমেন্ট এ জানাবেন, কারণ আপনার একটি পজেটিভ কমেন্ট এর কারণে একটি টিউন লেখক এর টিউন লেখতে আগ্রহ বাড়ে। ধন্যবাদ