নিজের একটি ব্লগ সাইট তৈরি করতে কোন টাকার প্রয়োজন নেই। পৃথিবীর বিক্ষাত প্রতিষ্ঠান গুগল দিচ্ছে সাইট বানানোর সুবিধা।
যেভাবে ব্লগার দিয়ে সাইট বানাবেন:
- প্রথমে ব্রাউজার এড্রেস বারে blogger.com লিখে এন্টার বাটনে চাপ দিন। “Create blog” লেখায় প্রেস করুন।
- ব্লগার প্রোফাইল তৈরি করুন।
- প্রথম জায়গায় আপনার সাইট এর টাইটেল, ২য় জায়গায় আপনার সাইট এর নাম ও ৩য় জায়গায় থিম(আপনার ব্লগের ডিজাইন) নির্বাচন করুন। সবশেষে “Create blog” লেখায় প্রেস করুন।
প্রথম প্রকাশিত:বিকল্প২৪