বর্তমানে প্রায় লোক চায় তার একটি সাইট থাকুক। কেননা সাইটে নিজের তথ্য,নিজের জ্ঞান প্রকাশ,নিজেকে বিশ্বে ছড়িয়ে দেওয়া আরো কত কি।

নিজের একটি ব্লগ সাইট তৈরি করতে কোন টাকার প্রয়োজন নেই। পৃথিবীর বিক্ষাত প্রতিষ্ঠান গুগল দিচ্ছে সাইট বানানোর সুবিধা।
যেভাবে ব্লগার দিয়ে সাইট বানাবেন:
  1. প্রথমে ব্রাউজার এড্রেস বারে blogger.com লিখে এন্টার বাটনে চাপ দিন। “Create blog” লেখায় প্রেস করুন।
  2. ব্লগার প্রোফাইল তৈরি করুন।
  3. প্রথম জায়গায় আপনার সাইট এর টাইটেল, ২য় জায়গায় আপনার সাইট এর নাম ও ৩য় জায়গায় থিম(আপনার ব্লগের ডিজাইন) নির্বাচন করুন। সবশেষে “Create blog” লেখায় প্রেস করুন।

প্রথম প্রকাশিত:বিকল্প২৪

2 thoughts on "যেভাবে ব্লগার দিয়ে ওয়েবসাইট তৈরি করবেন।"

  1. Sakil Mia Contributor says:
    দারুণ ভাই
    1. samim ahshan Author Post Creator says:
      Thanks bro

Leave a Reply