Site icon Trickbd.com

[Adsense]কিভাবে একটি Non-Hosted Adsense Account খুলতে হয় বা Hosted থেকে Non-hosted এ Upgrade করতে হয়?

আজকের পোস্টে আমি কিভাবে একটি Non-Hosted Adsense Account খুলতে হয় বা Hosted থেকে Non-hosted এ Upgrade করতে হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করব।
আমি আগে একটি পোস্ট করেছিলাম Hosted এবং Non-Hosted Adsense একাউন্টের মধ্যে পার্থক্য নিয়ে।
তারপরও সংক্ষিপ্ত ভাবে বলছি গুগল এর নিজের প্রোডাক্ট যেমনঃ ইউটিউব,এডমোব,ব্লগার ইত্যাদি।
এসব প্রোডাক্টের জন্য যে এডসেন্স একাউন্ট ব্যবহার করা থাকে তা হচ্ছে হোস্টেড একাউন্ট।
আর আপনার নিজের ওয়েবসাইট যেমনঃ www.example.com এই ধরনের ওয়েবসাইটের জন্য যে এডসেন্স থাকে তা হচ্ছে নন হোস্টেড।
হোস্টেড একাউন্টের থেকে নন হোস্টেড একাউন্ট পাওয়া কঠিন।তাই এর সুবিধাও অনেক।
হোস্টেড একাউন্ট থেকে আপনি যে কোন ওয়েবসাইটে এড দিতে পারবেন্না।এর জন্য আপনাকে একাউন্ট টা নন হোস্টেড এ আপডেট করতে হবে।
তবে নন হোস্টেড একাউন্ট দিয়ে আপনি যে কোন ওয়েবসাইটে এড দিতে পারবেন।
তাই অনেকে নন হোস্টেড একাউন্ট কিনে ব্যবহার করে।
সম্প্রতি গুগল এডসেন্স এর প্রাইভেসিতে আপডেট এনেছে।যারা এডসেন্স একাউন্ট কিনে ব্যবহার করে তাদের এখন অনেক ঝামেলায় পড়তে হবে।

তাই এখন আর কিনে ব্যবহার না করাই উত্তম।
যাই হোক অনেক কথা বলে পেল্লাম এখন মূল কাজের কথায় আসি।

প্রথমত একটি নন হোস্টেড এডসেন্স একাউন্ট খুলতে হলে আপনার ওয়েব সাইট লাগবে টপ লেভেল ডোমেইন সহ(Ex:.com.net.org)

আপনি যদি আপনার সাইটে ইংলশে পোস্ট করে থাকেন তাহলে ২৫০+ ওয়ার্ডের ১৫-২০ টা ইউনিক পোস্ট থাকা লাগবে।
(আমি ৪টা ৩০০+ ওয়ার্ডের এবং ৮টা ২০০ এর কম ওয়ার্ডের মোট ১২ টা পোস্ট দিয়ে নন হোস্টেড একাউন্ট পেয়েছি)
কেউ আরো কম পোস্ট দিয়েও পায়।

অনেকেই বলে সাইটে ২০০-৩০০ ভিজিটর লাগবে।নাহলে একাউন্ট এপ্প্রুভ করবে না।কথাটা একদম ভুয়া।আমি আমার সাইটে ০ ভিজিটর দিয়ে এডসেন্স পেয়েছি।তাই শুধু পোস্ট এর দিকে নজর দিবেন।

সাইটের কাজ সম্পুর্ন শেষ করে তাপর এডসেন্স এর জন্য আবেদন করবেন। মানে আপনার সাইটের ডিজাইন এবংং অন্যান্য কাজ সমূহ শেষ করে তারপর আবেদন করবেন।

সাইটে হাল্কা পাতলা রাখবেন যাতে নেভিগেট করতে সহজ হয়।মানে সাইটের সব কিছু যাতে সহজ ভাবে বুঝা যায় সেদিকে লক্ষ রাখবেন।

কপি পোস্ট করা থেকে বিরত থাকবেন। আপনার পোস্ট গুলা সম্পুর্ন আপনার লিখা পোস্ট হতে হবে কপি করলে চলবেনা।

কোন প্রোহ্যাভিটেড এবং পাইর‍্যাটেড কন্টেন্ট ব্যবহার করা যাবে না। যেমন হ্যাকিং টিউটোরিয়াল,সফটওয়্যার এর ক্র‍্যাক এডাল্ট কন্টেন্ট ইত্যাদি।

উপরের সব গুলো নিয়ম মেনে যদি কাজ করতে পারেন তাহলে নন হোস্টেড একাউন্ট পাওয়া আপনার জন্য একদম সহজ হয়ে যাবে।
আর আপনি যদি এডসেন্স হোস্টেড থেকে নন হোস্টেড এ আপডেট করতে চান আপনার ক্ষেত্রে ও উপরে উল্লেখিত নিয়ম গুলো প্রযোজ্য।

এর জন্য শুধু আপনাকে এডসেন্স থেকে এড কোড নিয়ে আপনার সাইটে বসিয়ে দিলে হবে।
তারপর গুগল আপনার সাইট রিভিউ করে এপ্প্রুভ করবে।
সৌজন্যেঃMXTricks.COM
Online Income in bangladesh without invest