Site icon Trickbd.com

[Blogger]কোনো কোডিং ছারাই তৈরি করে নিন একটি ব্লগার সাইট ।ফ্রি ডোমেইন সেটআপ সহ। পুরোপুরি টিউটোরিয়াল । #part:1

Unnamed

Welcome to Trickbd.com


আশা করি আপনারা সকলেই ভাল আছেন। আমিও ভাল আছি।করন যারা ট্রিকবিডির সাথে থাকে তারা ভালই থাকে।

কলেজের পড়া নিয়ে ব্যাস্ত থাকার কারনে ট্রিকবিডিতে পোস্ট করার সময় খুব একটা পাইনা। যারা সাইন্স নিয়েছে তারা ঠিক বুঝতে পারছে। যাই হোক নিওমিত ট্রিকবিডিতে ঠিক ভিজিট করি।

কিছু দিন দেখা গেল তেমন মানসম্মত পোস্ট হলোই না।
এখন দিনে দু- একটা মানসম্মত পোস্ট দেখতে পাচ্ছি।

তো আজাইরা প্যাচাল পাইরা আর সময় নস্ট করব না।
# চলুন কাজে কথায় আসা যাক।
আজ আমি শেখাব কিভাবে কোন কোডিং ছারাই একটি সম্পুর্ন ব্লগ সাইট বানাতে হয় ।
সাইট সম্পুর্ন করার পুরোপুরি টিউটেরিয়াল দিব। সাইনআপ থেকে শুরু করে ডোমেইন পার্কিং পর্যন্ত ।

প্রথমেই সাইটের ডেমো দেখুনskysait.tk
# আজ দেখাব শুধু সাইন আপ
প্রথমে ব্রাউজারের ডেক্রটপ (Dextop ) মোড চালু করে নিন এর পর এই লিংকে থেকে সাইন আপ করতে পারেন
Blogger.com
স্ক্রিনসট অনুযায়ি Create a blog এ ক্লিক করুন। imageএরপর ইমেল এড্রেস এর বক্রে ইমেইল এড্রেস টাইপ করে Next এ ক্লিক করুন। imageএখন ইমেইল এর পাসওয়ার্ড দিন এবং Next এ ক্লিক করুন । imageএর পর ইমেইল ভেরিফিকেশন এর যে কাজ গুলো আছে তা নিশ্চই শিখিয়ে দিতে হবে না ।
যাই হোক ভেরিফাই এর পর এরকম দেখতে পাবেন। তখন Continuas as Blogger এ ক্লিক করুন। imegeএবার Got it এ ক্লিক করুন।imageদেখুন ব্লগার একাউন্ট কমপ্লিট।imageপরবর্তি পর্বে সাইট তৈরি করা নিয়ে পোস্ট করব। ততক্ষন ট্রিকবিডির সাথেই থাকুন। আগামি পর্ব পেতে একটু বেশি অপেক্ষা করা লাগতে পারে। কারন কলেজে নিয়মিত ক্লাস চলছে।

কোনো ভুল ত্রুটি থাকলে দেখিয়ে দিবেন এবং কোনো প্রশ্ন থাকলে করতে পারেন।