Welcome to Trickbd.com
আশা করি আপনারা সকলেই ভাল আছেন। আমিও ভাল আছি।করন যারা ট্রিকবিডির সাথে থাকে তারা ভালই থাকে।
কলেজের পড়া নিয়ে ব্যাস্ত থাকার কারনে ট্রিকবিডিতে পোস্ট করার সময় খুব একটা পাইনা। যারা সাইন্স নিয়েছে তারা ঠিক বুঝতে পারছে। যাই হোক নিওমিত ট্রিকবিডিতে ঠিক ভিজিট করি।
কিছু দিন দেখা গেল তেমন মানসম্মত পোস্ট হলোই না।
এখন দিনে দু- একটা মানসম্মত পোস্ট দেখতে পাচ্ছি।
তো আজাইরা প্যাচাল পাইরা আর সময় নস্ট করব না।
# চলুন কাজে কথায় আসা যাক।
আজ আমি শেখাব কিভাবে কোন কোডিং ছারাই একটি সম্পুর্ন ব্লগ সাইট বানাতে হয় ।
সাইট সম্পুর্ন করার পুরোপুরি টিউটেরিয়াল দিব। সাইনআপ থেকে শুরু করে ডোমেইন পার্কিং পর্যন্ত ।
# আজ দেখাব শুধু সাইন আপ
প্রথমে ব্রাউজারের ডেক্রটপ (Dextop ) মোড চালু করে নিন এর পর এই লিংকে থেকে সাইন আপ করতে পারেন
Blogger.com
স্ক্রিনসট অনুযায়ি Create a blog এ ক্লিক করুন। image

যাই হোক ভেরিফাই এর পর এরকম দেখতে পাবেন। তখন Continuas as Blogger এ ক্লিক করুন। imege