Site icon Trickbd.com

ProfileMag Blogger Theme দিয়ে ফ্রিতে নিজের নামে পার্সনাল ওয়েবসাইট তৈরি করে নিন

আপনারা হয়ত দেখে থাকবেন যে অনেক সেলিব্রেটিরা তাদের নিজের নামে পার্সনাল ওয়েবসাইট বানিয়ে থাকে।
সেই ওয়েবসাইট গুলো তারা ডেভলাপের দের দিয়ে বানিয়ে থাকে টাকা দিয়ে।
কেমন হয় যদি সেলিব্রেটিদের মত আপনার ও একটি পার্সনাল থাকে?
নিশ্চই মন্দ নয়।
তাই আমি আজকের পোস্ট এ দেখাব কীভাবে ফ্রিতে নিজের পার্সনাল ওয়েবসাইট বানানো যায়।
তো আর দেরি না করে চলুন কাজে নেমে পড়ি।

শুরু করার আগে একটি Demo দেখে নিন যে বানানোর পর ওয়েবসাইট টি দেখতে কেমন হবে।
Demo Link

কিছু স্ক্রিনশটঃ

কী পছন্দ হয়েছে?
আশা করি পছন্দ হয়েছে। আর যদিও না হয় তাহলে ফ্রিতে এর থেকে ভালো থিম আর পাবেন্না টাকা খরচ করতে হবে।

ওয়েবসাইট তৈরি করার জন্য প্রয়োজনীয় উপকরণঃ

১। একটি জি-মেইল একাউন্ট
২। ProfileMag Theme

##প্রথমে আপনার নিজের নাম দিয়ে একটি ব্লগ সাইট খুলে নিন।
##কীভাবে খুলতে হয় না জানলে নিচের পোস্ট টি দেখুন।

যেভাবে ব্লগ সাইট খুলবেন

##তারপর টাইটেল ডেস্ক্রিপশন সব ঠিক ভাবে দিন।
##তারপর নিচের লিংক থেকে থিম টি ডাউনলোড করে নিন।

ProfileMag Theme

##Download হয়ে গেলে আপনার ব্লগসাইটে থিম টি আপ্লোড করুন।
##কীভাবে থিম আপলোড করতে হয় না জানলে নিচের পোস্ট টি দেখুন
যেভাবে থিম আপলোড করবেন

##আপলোড হয়ে গেলে এবার Layout এ ক্লিক করুন।

##এবার আপনার প্রোফাইল পিকচার সিলেক্ট করার জন্য নিচের স্ক্রিনশট টি ফলো করুন।

##দেখুন Profile Edit Option আছে। সেখানে ক্লিক করুন।
##তারপর Remove Image এ ক্লিক করুন।


##এবার আপনার নিজের প্রোফাইল পিক আপলোড করে সেইভ এ ক্লিক করুন।

##ঠিক একই ভাবে গ্যালারিতে আপনার ফটো এড করে দিন, কভার পিকচার চ্যাঞ্জ করতে চাইলে চ্যাঞ্জ করে দিন।

##এখন দেখুন আপনার সাইট অনেক টা কম্পলিট হয়ে গেছে।
##বাকি যে কাজ গুলো করতে হবে সেগুলোর জন্য হাল্কা Html প্রয়োজন। যদি পারি তাহলে আগামীতে সেটা নিয়ে পোস্ট করব। আপতত এখানেই সমাপ্ত।

##বুঝতে কোন সমস্যা হলে কমেন্ট করে যানান।

ব্লগিং করে টাকা আয়
Abrarul Hoque