Site icon Trickbd.com

[Blogger]কোনো কোডিং ছারাই তৈরি করে নিন একটি ব্লগার সাইট ।ফ্রি ডোমেইন সেটআপ সহ। পুরোপুরি টিউটোরিয়াল । #part:2

Unnamed

Welcome to Trickbd.com


আশা করি সকলেই ভাল আছেন । আর ভাল থাকাটাই ভাল।গত কাল HSC পরিক্ষার রেজাল্ট হয়েছে। আশা সকল বড় ভাইদের রেজাল্ট ভাল হয়েছে।
তো যাই হোক আর অপ্রাসঙ্গিক কথা বলে সময় নষ্ট করব না ।চলুন শুরু করা যাক।
আজ দেখাব ওয়েব সাইট তৈরি,পোস্ট করা এবং থিম পরিবর্তন করা।

এই খান থেকে থিম ডাউনলোড করেনিন

Download theme now
যে সাইট টা তৈরি করলাম তার লিংক Our new makin blog sait

প্রথম পোস্ট এর লিংক #1part
প্রথমেই ব্রাউজারের ডেক্রটপ মোড চালু করে নিন এবং আগের পর্বে তৈরি করা একাউন্টে লগইন করুন।
এবং Create new blog এ ক্লিক করুনimageসাইটের টাইটেল লিখুন এবং সাইটের জন্য একটি ইউনিক নাম বা এড্রেস লিখুন। চিত্রের মতimage imageএবার আপনার পছন্দ মত একটা থিম সিলেক্ট করে Create Blog এ ক্লিক করুনimage এবার চিত্রের মত আসলে মানে Google যদি কোনো ডোমেইন দিতে চায় তা হলে No thanks এ ক্লিক করুনimage

পোস্ট করতে New post এ ক্লিক করুন

image উপরের বক্রে পোস্টের টাইটেল দিন এবং নিচের বক্রে পোস্ট এ যা লিখতে চান লিখুন। চিত্রের মত image পোস্টে ছবি দিতে চিত্রের মত ফটো আইকনে ক্লিক করুন এবার Choose File এ ক্লিক করে ফটো সিলেক্ট করুন image এবং Add Selected এ ক্লিক করুন এবারে পাবলিশ( Publish) এ ক্লিক করুন।image এবারে তৈরি করা সাইট টি এবং পোস্ট দেখতে View Blog এ ক্লিক করুনimageসাইট এর থিম পছন্দ না হলে Theme এ ক্লিক করুনimageএর পর [Backup/ Restore ] এ ক্লিক করুনimage এর পর (Choose File) এ ক্লিক করে থিম টা সিলেক্ট করুন{{{{ Theme by akash (skysait.tk).xml }}}}
এবং Upload এ ক্লিক করুনimage কিছু সময় অপেক্ষা করুন ( আপলোড হওয়া পর্যন্ত) এবং View Blog এ ক্লিক করুন image দেখুন থিম চেন্জ হয়ে গেছে image আজ এ পর্যন্তই। আগামি পর্বে দেখাব কি ভাবে ফ্রি ডেমেইন সেট আপ করতে হয়। ততক্ষন ট্রিকবিডির সাথেই থাকুন।

কোন ভুল ত্রুটি থাকলে দেখিয়ে দিবেন।