Site icon Trickbd.com

[Blogger]কোনো কোডিং ছারাই তৈরি করে নিন একটি ব্লগার সাইট ।ফ্রি ডোমেইন সেটআপ সহ। ।##[ শেষ পর্ব ]

Unnamed

Welcome to trickbd.com

গত দুই পর্বে সাইট তৈরি করা ও পোস্ট করা শিখেছেন।
আজ দেখাব ফ্রি ডেমেইন সেট আপ
(freenom.com)
যাদের freenom.com এ একাউন্ট আছে তারা নিশ্চই জানেন কি ভাবে ফ্রি ডেমেইন কিনতে হয়। আর জারা জানেন না তার ইউটিউবে সার্চ করে দেখে নিন । অথবা ট্রিকবিডিতেই চার্চ করে খুজে নিন।

প্রথমে একটা ডোমেইন কিনে নিন।

এবার ব্লগার এ লগইন করুন । এবং সেটিংস ( Settings) এ যান এবং Basic এ যান imageএবার set up 3rd party URL এ ক্লিক করুন imageএখন বক্রে ( www) সহ আপনার সাইটের নাম দিন যে ডোমেইন কিনেছেন সেই ডোমেইন সহ যেমন www.makesait99.ga এবং Save এ ক্লিক করুন imageএবার একের পর এক DNS. লিংক ( www) এবং ( ghs.google.com) কপি করুন imageএবারে অন্য একটা ট্যাব ওপেন করুন freenom. com এ এবং লগইন করুন। My domain এ যান। এর পর এই সাইট এর জন্য যে ডোমেইন নিয়েছেন সেই ডোমেইন এর Manage Domain এ ক্লিক করুন।imageএর পর চিত্রের মত আসলে Manage freenom DNS এ ক্লিক করুন imageচিত্রের মত বক্র আসলে ১ম বক্রে www এবং শেষ এর বক্রে ghs.google.com পেস্ট করুন অথবা লিখুন এবং দুইটা বক্রের মাঝখানে যে A আছে সেটা CHAME করে দিয়ে Save Change এ ক্লিক করুন imageআবার আগের ট্যাব এ ফিরে যান মানে যে ট্যাব এ Blogger.com একাউন্ট লগইন আছে। এবার পরবর্তি লাইনের DNS LINK এক এক করে কপি করুন প্রথমে ( 4ftf4lbo7miw) এবং পরে( gv-h22m6fc4gsdg4b.dv.googlehosted.com ) imageএখন Freenom এর ট্যাব এ যান এবং নিচের বক্র এ ১ম টায়4ftf4lbo7miw এবং পরের টায় gv-h22m6fc4gsdg4b.dv.googlehosted.com পেস্ট করুন অথবা লিখুন এবং দুটি বক্রের মাঝখানে যে A আছে সেটা CHAME করে দিয়ে Save Change এ ক্লিক করুন imagefreenom.comএর কাজ শেষ। এবার Blogger.com এর ট্যব এ ফিরে আসুন এবং Save এ ক্লিক করুন।
Save না হলে ১ মিনিট মত অপেক্ষা করুন এবং SAVE এ ক্লিক করুন দেখবেন হয়ে গেছে imageএখন EDIT এ ক্লিক করুন imageনিচের ফাকা বক্র রিডাইরেক্ট এর জন্য ওই টায় ক্লিক করে টিক চিহ্ন দিয়ে save এ ক্লিক করুন image
#এটা আমাদের তৈরি কৃত ডোমেইন সহ সাইটMakesait99.ga

## সাইট তৈরি ২য় পর্ব (২য়)
##সাইট তৈরি প্রথম পর্ব (১ম)
সকলেই ভাল থাকবেন এবং ট্রিকবিডির সাথেই থাকবেন ।
কোন সমস্যা হলে কমেন্ট করুন ভাল লাগলে লাইক করবেন।

কোন ভুল ত্রুটি থাকলে দেখিয়ে দিবেন