ব্লগ জিনিসটা কি আমরা প্রায় সবাই জানি; বিশেষত নিজের একটা ওয়েবসাইট বানানোর ইচ্ছা থেকেই প্রায় অনেকেই ফ্রি ব্লগসাইট তৈরী করে থাকি। এই ব্লগসাইটের বেশীরভাগই Blogger নয়তো wordpress দিয়ে তৈরী হয়, যেহেতু wordpress এর বিভিন্ন শর্ত এবং সীমাবদ্ধতা আছে তাই অনেকেরই পছন্দের শীর্ষে থাকে Google হোস্টেড Blogger প্লাটফর্ম [Blogger ভালো নাকি WordPress ভালো এটা একটা রিলেটিভ ব্যাপার তবে বিনামূল্যে সহজলভ্যতা আর সহজসাধ্য’তার দিক থেকে নিঃসন্দেহে Blogger বেস্ট]।
Blogger হতে আমরা প্রায় সবাই Gmail একাউন্ট দ্বারা নিজস্ব ব্লগসাইট তৈরী করতে জানি তাই এটা নিয়ে আর নাইবা মহাভারত রচনা করি; আসুন আজ আমরা ফ্রি ফেইক ট্রাফিক নিয়ে আলোচনা করি।
ফ্রি ট্রাফিক কি?
আমরা অনেকেই Blogger দিয়ে ফ্রি ব্লগসাইট তৈরী করি কিন্তু জনপ্রিয়তার অভাবে আর ভিজিটর না থাকায় কতো যে ব্লগ অকার্যকর অবস্থায় পড়ে থাকে সেটি একবারও ভেবে দেখেছেন কি? এই ভিজিটর বিষয়টাকেই বলা হয় ট্রাফিক। এখন একটা ব্লগসাইটে ট্রাফিক পেতে হলে আপনার কাছে তিনটা পথ আছে (১) নিজের অনেক অনেক মোবাইল/পিসি তথা আইপি এড্রেস থাকতে হবে (২) আপনার ব্লগসাইটে প্রক্সি ব্যবহার করে নিজে নিজেই ভিজিট করে ভিজিটর বাড়ানো যেতে পারে (৩) আপনার সাইটে আকর্ষনীয় কনটেন্ট এবং পারফেক্ট SEO দ্বারা তাকে গুগল র্যাংকে আনতে হবে। এখন আপনার নিকটে অনেক অনেক মোবাইল/পিসি তথা রিয়েল আইপি থাকা বিষয়টা এক কথাতে অসম্ভব প্রায়। আর প্রক্সি ব্যবহার করে নিজে নিজেই ভিজিটর বাড়ানো বিষয়টাকে Google ভালো চোখে দেখে না তাতে এডসেন্সের ঝুকিতে পড়তে পারে, বিষয়টা অনেকটা নিজের এডে নিজেই ক্লিক করার মতোন অবস্থার সাথে তুলনা করা যেতে পারে। আর আকর্ষনীয় কনটেন্ট এবং পারফেক্ট SEO বিষয়টা অবশ্যই অনুসরণীয় তবে তাতে বেশ খানিকটা বুদ্ধি আর একটু পরিশ্রম প্রয়োজন।
তাহলে উপায়????
এমন অনেক ওয়েবসাইট আছে যারা পেইড ট্রাফিক সার্ভ করে থাকে; অর্থাৎ আপনি টাকা দিবেন আর তারা আপনার সাইটে ট্রাফিক দিবে…সহজ ইকুয়েশন।
অনেকে আবার প্রথমে ট্রায়াল ভিত্তিক কিছু ট্রাফিক দিয়ে পরে আবার টাকার কাহিনীতে চলে যায়….দেয়্যার আর নাথিং ফ্রি ইন লাইফ!
আসুন আজ অনেকটা সহজেই আপনার ব্লাগসাইট পোস্টের জন্য ফ্রি ট্রাফিকের আয়োজন করি:
সবার আগে এখান থেকে এপ্সটি ডাউনলোড করে ইনস্টল করে নিন এবং ওপেন করুন→
এবার আপনার ব্লগসাইট পোস্টের লিংকটি দিন [আমি আবারো বলছি ব্লগসাইট পোস্টের লিংক দিবেন, আপনার ব্লগের লিংক নয়]→
এবার Boost Traffic এ ক্লিক করে অপেক্ষা করতে থাকুন, আপনার ঐ পোস্টের লিংকে ট্রাফিক চলে যেতে থাকবে….ইনজয়!!!
ট্রাফিক ভিউ→
খেয়াল করুন:
★ এপ্সটি ব্যাকগ্রাউন্ডেও রান থাকে তাই আপনি মিনিমাইজ করে রাখতে পারবেন। ঠিক ম্যাক্সিমাম কতো ট্রাফিক আসবে এটা আমি জানি না কিন্তু ব্যক্তিগত ভাবে ২০০-৩০০ ট্রাফিক নেওয়া অবধি ধৈর্য্য রাখতে পেরেছি (এজ এন এক্সপেরিমেন্ট ড্যুড)!
★ আপনি দুইটি ভিজিটের মাঝের স্লিপার টাইম সেট করে দিতে পারেন।
★ এটি আপাত নিরাপদ যদিও বলে তথাপি আমি কখনোই গুগল এডসেন্স পাওয়ার পর ব্যবহার করার জন্য রেকোমেন্ড করবো না তথাপি চিপ এড নেটওয়ার্ক সাইটগুলো এমন ফেইক ট্রাফিকেও পে করতে পারে।
★ সবার মনে প্রশ্ন জাগতেই পারে যে ফেইক ট্রাফিক দিয়ে আসলে লাভটা কি? আচ্ছা আসুন বিষয়টা আলোচনা করি, মনে করুন আমার একটা ব্লগসাইট আছে এখন আপনাকে আমি সেখানে লেখার জন্য ইনভাইট করলাম; আপনি কি আমার ব্লগে লিখবেন?? “ধূর ব্যাটা….আমার এতো টাইম কোই তোর সস্তা ব্লগে লেখার?” ঠিক এমনই জনপ্রিয়তার জন্যই ব্লগে ফেইক ট্রাফিক খুব ভালো একটা উপায় আর একবার জনপ্রিয় হলে তো কথায় নেই!
ইনশাল্লাহ আগামীকাল/পরশুদিন Google এর মতোন Search Engine তৈরী করার টিউটোরিয়াল দেবার চেষ্টা করবো।
ভালো থাকুন, সুস্থ থাকুন; শুভকামনা আর ভালোবাসা রইলো।
ফেসবুকে আমি→নিশান আহম্মেদ নিয়ন
আল্লাহ হাফেজ
ভাই তবে আমি ভাবছিলাম বিষয়টাকে লোকাল হোস্টে দিয়ে ভিডিও টিউটোরিয়াল দিই যাতে সবাই বুঝতে পারেন তবে ইনশাল্লাহ আমিও এমন একটা সাইটের বিষয়ে আগ্রহী, তবে পাবলিশ করতে এইজন্য ভয় পাচ্ছি যে ডাটাবেজে এতোসব সাইট ইনডেক্স করার বিষয়টা ম্যানেজ করবো কিভাবে? আর প্রথমদিকে সাবমিশন অফার রাখলেও সময়ের অভাবটাই যে আসল সমস্যা;
ধন্য আমি ধন্য আমার পোস্ট ; আপনি পড়েছেন তাই
আজ পর্যন্ত কোনো জায়গায় পাইনি?
::ফোন নন রুট::
দেখতেছি…কিছু করা যায় নাকি???
রুট এক্সেস ডিনাই করতে না পারলে কইয়েন; তয় হাদিয়াটা দিয়ে দিয়েন 0132155****
build 700 / build 588 এই দুটোর যে কোনো একটা লাগবে?
আজ ৩২-বিট প্রসেসর বলে!!??
আর সর্বনিম্ন কত??
Raspberry pi এ চালানোর জন্য।
আপনার পোস্ট গুলা বেশ ভালো লাগে। আপনি অনেক type এর website বানাইছেন ও share করছেন।
তাই আজ একটা request রইল।
এই page টার মাধ্যমে free browsing করা যায়
https://www.0.freebasics.com/http/lalshobuj.tk/fbsp/index.php
এইটা কেমনে বানায় তার script/trick share করবেন Please.
আর একটা কথা। ওই page টার admin তার github এ FADM নামে একটা computer software বানাইছে যা দিয়ে তিনি free downloadও করতে পারেন।
https://github.com/rahul-amin/freebasics
কিন্তু তিনি software টার কিভাবে use করে তা share করেন নাই। আপনার কাছে request রইল software আর page টা analysis করে share করার জন্য এগুলো কিভাবে use করতে হয়।
আশা করি request টি ফেলবেন না।
?????
ভিজিটরের শুধু ক্লিক নয় ইম্প্রেশনও কাউন্ট হয়
পরবর্তী টিউটোরিয়াল ( গুগল এর মত সার্চ ইঞ্জিন ) এ সব কিছু বুঝতে কোন কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা থাকা উচিত ??
Btc Debo….Done…..Ame apnake FB te
Massege Dese accept Koren Vai…
Name::::Nasir Uddin…..Ai Bapare Kotha Ase
আমার কাছে আমার সময়ের মূল্যই আসল কথা; আমি এখানে পোস্ট করি যেন সকলে শিখতে পারে তবে পারসোনালিটি কাউকে আলাদা করে কনসার্ন দিই না…তাই কিছু বলার থাকলে এখানেই বলতে পারেন
বলুন ৩০,০০০ সাতোশী???
Dear Trickbd.Com Admin,
Bangladeshi Free sms site..
Link: freesmsbd.ml
pls help me