হাই সবাই কেমন আছেন আশা করি ভালো আগের পোষ্ট গুলুতে আমি দেখিয়েছি কীভাবে একটা ব্লগ সাইট তৈরি করবেন কীভাবে ডিজাইন করবেন আর কীভাবে ব্লগ দিয়ে Google adsense দিয়ে ইনকাম করবেন এবং গত পোষ্ট এ ব্লগের মোবাইল ভিউ কীভাবে ঠিক করবেন এটা নিয়ে একটা পোষ্ট করি অনেক এ কমেন্ট করেছে এটা কোন পোষ্ট হলো এটা সবাই জানে আমি তাদের উদ্যেশে বলছি আমি একটা কাজ শুরু থেকে শেষ দেখাবে মাঝে অনেক ছোট ছোট বিষয় আছে যা আমি দেখাতে না চাইলেও অনেক এ আছে যারা নতুন তাদের দেখাতে হয় আর তো এই সকল কমেন্ট করে নিজেকে সব জান্তা শমশের প্রমান না করার অনোরোধ রইলেও তো চলুন ব্লগ এর SEO শুরু করি,
প্রথমে আপনার ব্লগার এর ড্যাশবোর্ড এ যাবেন তারপর
তারপর Settinge এ ক্লিক করুণ তারপর
এখানে ক্লিক করুণ তারপর
Edit এ ক্লিক করুণ তারপর
এটা No থাকবে Yes করে দিন তারপর নিচে একটা ফাকা ঘর আসবে তারপর এই ঘরে আপনাকে কিছু কোড দিতে হবে তো কোড গুলু কোথায় পাবেন এর জন্যে এই লিঙ্কে ক্লিক করুণ তারপর একটু নিচে দেখুন এমন আসবে
এই ঘরে আপনার ব্লগার এর লিঙ্ক দেন তারপর নিচে Genaret Sitemap এ ক্লিক করুণ তারপর এমন আসবে
এবার এই ঘর থেকে সবগুলু কোড কপি করুণ তারপর আপনার ব্লগার এর এই ঘরে পেস্ট করে দিন
তারপর সেভ এ ক্লিক করুণ আপনার কাজ শেষ যদি না বুঝতে পারেন এখানে ক্লিক করে ভিড দেখে করে নিন আর একটা কথা আমি প্রতিদিন ট্রিকবিডিতে পোষ্ট করি তাই আমি অল্প অল্প করে দেখাই যেনো আমার সাথে আপনার করে নিতে পারেন।
আরো কাজ বাকি আছে এটা নিয়ে কাল আবারো একটা পোষ্ট করবো।