কিভাবে ব্লগে অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাড করবেন?
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
মহান আল্লাহর নামে শুরু করিলাম।
আজ আমি তোমাদের সামনে নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম।যা অতি সামান্য। আমরা সবাই ব্লগ ওয়েবসাইট তৈরি করি সেখান থেকে কিছু ইনকাম করার জন্য। তোমরা হয়তো ইতি মধ্যে জেনেছো যে ব্লগে ওয়েবসাইটে কিভাবে অ্যাডসেন্স অ্যাড করতে হয়। তারপর আমি তোমাদের মাঝে এই ট্রিকসটি শেয়ার করলাম। তোমরা হয়তো সবাই জান যে ব্লগ ওয়েবসাইটে অ্যাডসেন্স অ্যাড করতে হলে একটি কাস্টম ডোমেইন প্রয়োজন। তাহলে সবাই বলতে পার যে ভাই কাস্টম কেন প্রয়োজন ? আপনার যে ব্লগ সাইটটির সেটাতে অ্যাডসেন্স অ্যাড বসাতে হলে একটি কাস্টম ডোমেইন কিনতে হবে।তা না হলে গুগল অ্যাডসেন্স আপনার ব্লগ সাইটটি অ্যাডসেন্সের অনুমোদন দেবে না। আমার আরো দুইটি পোস্ট রয়েছে ব্লগ সম্পর্কে পোস্টগুলো হল।
কিভাবে ব্লগ সাইটের জন্য ডোমেইন কিনতে হয়?
প্রথম পোস্ট এখানে
কিভাবে ব্লগ সাইটে ডোমেইন অ্যাড করতে হয়?
দ্বিতীয় পোস্ট এখানে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে কাস্টম ডোমেইন কি?
ডোমেইন কি?
আমার এই পোস্ট A to Z দেখলে সবাই ব্লগ ওয়েবসাইটে অ্যাডসেন্স অ্যাড করতে পারবেন ইনসাআল্লাহ ।
তাহলে শুরু করা যাক
প্রথমে ব্লগ সাইটটি Sing In করতে হবে। তারপর সেখান থেকে Earning অপশনে যান।
তারপর দেখুন লেখা আছে Sing Up for Adsense ক্লিক দিন।
Sing Up for Adsense ক্লিক দেওয়ার পর দেখুন দুইটি অপশন রয়েছে।আপনাদের যদি একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে তাহলে Sing In ক্লিক দিন।আর যদি অ্যাডসেন্স অ্যাকাউন্ট না থাকে তাহলে Creates Adsense ক্লিক দিয়ে একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে পার।
তারপর Nid অনুযায়ী সব কিছু দিয়ে submit ক্লিক দিন। কিছু দিন অপেক্ষা করুন। আপনার ব্লগ সাইটটি অ্যাডসেন্স রিভিউ করে অ্যাড দিয়ে দিবে।
দেখুন আমি কিছু দিন আগে অ্যাডসেন্স জন্য আবেদন করছিলা।গুগল অ্যাডসেন্স আমার ব্লগ ওয়েবসাইটি অনুমোদন দিয়ে দিছে।
আমার এই ব্লগ সাইটটি সবাই একবার গুরে আসবেন।
My Site Link…….alimuddin2fun.info
ধন্যবাদ সবাইকে পোস্টটি পড়ার জন্য। আর যদি এই পোস্টটি কোন উপকারে আসে তাহলে কমেন্ট করতে বুলবেন না।