Site icon Trickbd.com

কিভাবে ব্লগার ওয়েবসাইট এসইও ফ্রেন্ডলি করবেন? গুগলে সার্চের প্রথমে দেখান।। ইনকাম হবে দ্বিগুণ।।(পার্ট ০৫)

Unnamed


বিসমিল্লাহির রাহমানির রাহিম
আল্লাহর নামে শুরু করিলাম

কেমন আছো ট্রিকবিডি মেম্বাররা আসা করি খুবই ভাল আছো।।।

আজ আমরা জানবো কিভাবে ব্লগার এসইও ফ্রেন্ডলি করা যায়।আমারা ইতি মধ্যে অনেক পোস্ট টিউটোরিয়াল দেখেছে কিছু সেগুলা খুবই জামেলা আজ আমি যে ট্রিকস টি দেখাবো তা একদম সুজা কিছু নিয়ম মেনে কাজ করলে এসইও ফ্রেন্ডলি করা যায়। আমার ব্লগার সম্পর্কে আরো চারটি পোস্ট রয়েছে চাইলে দেখে আস্তে পার।
আবার অনেকে বলতে পারেন যে এসইও ফ্রেন্ডলি কি?

এসইও ফ্রেন্ডলি কি?

এসইও ফ্রেন্ডলি হচ্ছে মূলত গুগলে আপনার সাধের ওয়েবসাইট টি ফাস্ট পেইজে নিয়ে আসা।এসইও ফ্রেন্ডলি মাধ্যমে গুগল আমাদের ওয়েবসাইট ইন্ডডেক্স করতে থাকে। ফলে আমাদের ওয়েবসাইট গুগল ফাস্টে চলে আসে।গুগল ফাস্টে চলে আসা মানেই গুগল থেকে বেশি পরিমান ভিজিটর পাওয়া।যত ভিজিটর তত বেশি ইনকাম হবে।।।।। তাহলে সবাই বুঝে গেছ এসইও ফ্রেন্ডলি কাজ।

তাহলে শুরু করা যাক


আমার এই পোস্ট ফাস্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তাহলে a to z সব বুঝতে পারবেন।।।।।।।

প্রথমে ব্লগার অ্যাকাউন্ট লগ ইন করে সেটিং থেকে Search ক্লিক দিন।

এখানে আপনার মূল কাজ Meta Tag Description নে আপনার ওয়েবসাইট টি যে কেডাগরি সেটা লিখে দিন। এখানে যদি আপনি সুন্দর ভাবে Description লিখে দেন তাহলে গুগল এই Description অনুযায়ী আপনার ওয়েবসাইট টি গুগলের সার্চের লিস্টিতে প্রথমে দেখাবে।।।

আপনার যদি আমার ওয়েবসাইট টি দেখেন গুগলে ফাস্টে আছে। কারন আমি এসইও ফ্রেন্ডলি করেছি গুগল ফাস্টে আনার জন্য।।

তারপর স্ক্রীনশট ফলো করে edit ক্লিক দিন।তারপর দেখুন আপনাকে গুগলে চার্জের কন্সুলারে নিয়ে যাবে।

স্ক্রীনশট অনুযায়ী ক্লিক দিন।।

স্ক্রীনশট অনুযায়ী আপনার ওয়েবসাইট টি লিংক দিয়ে add ক্লিক দিন।।
তারপর আর কিছু করতে হবে না কিছু দিন অপেক্ষা করুন গুগল আস্তে আস্তে প্রথমে দেখাবে।।

এখন আপনাদের যা করতে হবে ওয়েবসাইট টি এসইও ফ্রেন্ডলি কি না তা চেক করতে হবে। স্ক্রীনশটে দেখুন আমার ওয়েবসাইট টি মোবাইল এসইও ফ্রেন্ডলি দেখাচ্ছে। আপনাদের এখান থেকে চেক করে নিবেন।।।search.google.comএখানে ক্লিক দিয়ে দেখে নিবেন।

এখানে আপনাদের ওয়েবসাইট টি লিংক দিয়ে Run Test ক্লিক দিয়ে চেক করে নিবেন।।

এখান থেকে না বুঝলে ভিডিও টি দেখতে পারেন…….ভিডিও লিংক

অনলাইনে ইনকাম সম্পর্কে একটি মেসেঞ্জার গ্রুপ রয়েছে চাইলে সেখানে ক্লিক দিয়ে জইন হতে পার……মেসেঞ্জার গ্রুপ
My Site Link…….alimuddin2fun.info

ধন্যবাদ বন্ধুরা পোস্ট টি পড়ার জন্য।