Site icon Trickbd.com

ব্লগারের ব্লগ সাইটের বেসিক সেটিং সম্পর্কে ধারণা । [ ব্লগ সাইট তৈরী পর্ব-৪ ]

আসসালামু আলাইকুম,

কিভাবে ব্লগার দিয়ে একটি ফ্রী ব্লগ সাইট তৈরী করবেন । [ ব্লগ সাইট তৈরী পর্ব-০]

ব্লগ কি ,ব্লগিং কি , ব্লগার কাকে বলে ? ব্লগিং প্লাটফর্ম ব্লগার সম্পর্কে [ ব্লগ সাইট তৈরী পর্ব-১ ]

কিভাবে ব্লগার দিয়ে একটি ফ্রী ব্লগ সাইট তৈরী করবেন ও ড্যাশবোর্ড পরিচিতি । [ ব্লগ সাইট তৈরী পর্ব-২ ]

কিভাবে ব্লগারে পোস্ট করবেন এবং ক্যাটেগরি বা লেবেল তৈরী করবেন । [ ব্লগ সাইট তৈরী পর্ব-৩ ]

আশা করি সবাই ভালো আছেন, ব্লগার দিয়ে ব্লগ সাইতে তৈরীর এই চতুর্থ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম । আমি দুঃখিত এই পোস্ট একটু দেরী দেওয়ার জন্য নিজের ব্যবস্তায় ।  তো আজ আমরা শিখতে যাচ্ছি ব্লগারের কিছু বেসিক সেটিং সম্পর্কে যা আমাদের সাইটে চালাতে জানা প্রয়োজন হয় ।

ব্লগার ব্লগ সাইটের সেটিং সম্পর্কে ধারণাঃ

আমাদের এই সব বেসিক সেটিং গুলো করতে অবশ্যই ব্লগার ডট কম লগিন করে ড্যাশবোর্ড যেতে হবে তার পর ঐখানে আপনার সেটিং ( Setting )  অপশন পাবো ।

Basic

1 .Basic:

2.Publishing:

3.HTTPS: আমাদের ওয়েব সাইটের URL টা কি সিকিউর হবে নাকি আনসিকিউর হবে তা এখান থেকে করে দিতে পারেন । অর্থ্যাৎ সাইট এর ইউয়ারএল https://yoursite.blogspot হবে নাকি http://yoursite.blogspot.com হবে কিনা তা এখান থেকে নির্ধারিত করতে পারবেন ।

4. Permissions:

Post,Comments and Sharing Setting

1.Post:

2.Comments:

আমি আপাত যা লাগবে সেসব সেটিং এর সাথে পরিচয় করিয়ে দিলাম বাকি যেসব সেটিং আছে তা আমরা অন্য সব পর্বে অন্য কাজের মাধ্যমে দেখব আশা করি পোস্ট টি ভালো লেগেছি আমাদের সাথেই থাকুন ।