আসসালামু আলাইকুম,
কিভাবে ব্লগার দিয়ে একটি ফ্রী ব্লগ সাইট তৈরী করবেন । [ ব্লগ সাইট তৈরী পর্ব-০]
ব্লগ কি ,ব্লগিং কি , ব্লগার কাকে বলে ? ব্লগিং প্লাটফর্ম ব্লগার সম্পর্কে [ ব্লগ সাইট তৈরী পর্ব-১ ]
কিভাবে ব্লগার দিয়ে একটি ফ্রী ব্লগ সাইট তৈরী করবেন ও ড্যাশবোর্ড পরিচিতি । [ ব্লগ সাইট তৈরী পর্ব-২ ]
কিভাবে ব্লগারে পোস্ট করবেন এবং ক্যাটেগরি বা লেবেল তৈরী করবেন । [ ব্লগ সাইট তৈরী পর্ব-৩ ]
আশা করি সবাই ভালো আছেন, ব্লগার দিয়ে ব্লগ সাইতে তৈরীর এই চতুর্থ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম । আমি দুঃখিত এই পোস্ট একটু দেরী দেওয়ার জন্য নিজের ব্যবস্তায় । তো আজ আমরা শিখতে যাচ্ছি ব্লগারের কিছু বেসিক সেটিং সম্পর্কে যা আমাদের সাইটে চালাতে জানা প্রয়োজন হয় ।
ব্লগার ব্লগ সাইটের সেটিং সম্পর্কে ধারণাঃ
আমাদের এই সব বেসিক সেটিং গুলো করতে অবশ্যই ব্লগার ডট কম লগিন করে ড্যাশবোর্ড যেতে হবে তার পর ঐখানে আপনার সেটিং ( Setting ) অপশন পাবো ।
Basic
1 .Basic:
- Title: টাইটেল অপশন আপনার সাইটের টাইটেল / শিরোনাম পরিবর্তন করতে পারবেন এখান থেকে ।
- Description: এই খানে আমাদের সাইট সম্পর্কে কয়েক টি লাইন লিখতে হয় আমাদের সাইট টা কি সম্পর্কে বিস্তারিত । এটি আমরা করে নি এখন এখান থেকে করে নিবেন ।
- Privacy: প্রাইভেসি অপশন টি গুগল সার্চ ইঞ্জিন এর জন্য এটি অন রেখে দিলে আপনার সাইট গুগলে দেখাবে আর অফ রাখলে দেখাবে না ।
2.Publishing:
- Blog Address: আমাদের অনেক সময় মনে হয় সাইটের নাম টা টিক নেই পরিবর্তন করার প্রয়োজন মনে হয় তখন এখান থেকে করতে পারবেন । এবং নিচে দেখবেন Set up a thrid party URL for your Blog এই অপশন টি হলো আপনার কিনা ডোমেইন অ্যাড করার জন্য বা আপনি ফ্রি ডোমেইন নিয়ে অ্যাড করতে পারেন ।
3.HTTPS: আমাদের ওয়েব সাইটের URL টা কি সিকিউর হবে নাকি আনসিকিউর হবে তা এখান থেকে করে দিতে পারেন । অর্থ্যাৎ সাইট এর ইউয়ারএল https://yoursite.blogspot হবে নাকি http://yoursite.blogspot.com হবে কিনা তা এখান থেকে নির্ধারিত করতে পারবেন ।
4. Permissions:
- Blog Author: আমরা অনেকে সময় ব্লগে অন্য জন কে লেখক হিসাবে লেখার পারমিশন দিতে চাই যা ওয়ার্ডপ্রেস এর মতো ঠিক তেমনি এখানে এই অপশন টি দ্বারা আপনি যাকে ইচ্ছা লেখক বানাতে পারেন । এর জন্য Add Author এ ক্লিক করে যাকে লেখক করবেন তার ইমেইল দিবেন তারপর সেই ব্যক্তির কাছে একটি অনুরোধ যাবে মানে একটি ইমেইল যাবে মেইল একটি লিংক পাবে ঐখান থেকে সব সেটআপ করলে লেখক হয়ে যাবে ।
- Blog Readers: আপনাদের ব্লগ কোন ব্যক্তিরা পড়তে পারবে তা এখান থেকে আপনি সনাক্ত করে দিতে পারেন ।
Post,Comments and Sharing Setting
1.Post:
- Show at most: আমাদের ব্লগের হোম পেজ Recent Post গুলো কত টা করে পোস্ট দেখাবে তা এখানে সেট করে দিতে পারি ।
- Post Template: আমাদের এই অপশন গুল প্রয়োজন পরে না আমরা এই অপশন গুলো এই রকম রেখে দিব । এটি পোস্ট পেজ এর আলাদা ডিজাইন বা টেমপ্লেট অ্যাড করার জন্য।
- Showcase images with Lightbox: আমাদের সাইটের ইমেজ গুলো কিভাবে সো করতে তা এখানে সেট করে দেওয়া যায় । এটিও দরকার পরে না তেমন যেমন আছে এমন রেখে দিবেন ।
2.Comments:
- Comment Location: কমেন্ট সেকশন টা কিভাবে দেখা যাবে এখান থেকে সেট করা যাবে।
- Who can comment: আপনার ব্লগের পোস্টে কারা কমেন্ট করতে পারবে সেট করি দিতে পারেন এখানে ।
- Comment Moderation : এই অপশন দ্বারা আপনার ব্লগে যদি কেউ কমেন্ট করে তা আগে আপ্রুভ করার সিস্টেম করতে পারবেন । কেউ কমেন্ট করলে আগে আপনার আপ্রুভ চাইবে ।
- Show word verification: এই অপশন কাজ আমিও সঠিক বুঝতে পারি নাই হয়তো এটি কমেন্ট এর গালি গালাজ গুলো ভেরিফাই করে ভালো কমেন্ট গুলো রাখতে দিবে ।
- Comment Form Message: কেউ কমেন্ট করলে সে কি মেসেজ দেখতে পাবে তা এখানে সেট করে দিতে পারেন ।
আমি আপাত যা লাগবে সেসব সেটিং এর সাথে পরিচয় করিয়ে দিলাম বাকি যেসব সেটিং আছে তা আমরা অন্য সব পর্বে অন্য কাজের মাধ্যমে দেখব আশা করি পোস্ট টি ভালো লেগেছি আমাদের সাথেই থাকুন ।