Site icon Trickbd.com

যেভাবে আপনার ব্লগে নতুন টেমপ্লেট যুক্ত করবেন এবং কাস্টমাইজ করবেন । [ব্লগ সাইট তৈরী পর্ব-৫]

আসসালামু আলাইকুম,

গত পোস্ট গুলোঃ

কিভাবে ব্লগার দিয়ে একটি ফ্রী ব্লগ সাইট তৈরী করবেন । [ ব্লগ সাইট তৈরী পর্ব-০]

ব্লগ কি ,ব্লগিং কি , ব্লগার কাকে বলে ? ব্লগিং প্লাটফর্ম ব্লগার সম্পর্কে [ ব্লগ সাইট তৈরী পর্ব-১ ]

কিভাবে ব্লগার দিয়ে একটি ফ্রী ব্লগ সাইট তৈরী করবেন ও ড্যাশবোর্ড পরিচিতি । [ ব্লগ সাইট তৈরী পর্ব-২ ]

কিভাবে ব্লগারে পোস্ট করবেন এবং ক্যাটেগরি বা লেবেল তৈরী করবেন । [ ব্লগ সাইট তৈরী পর্ব-৩ ]

ব্লগারের ব্লগ সাইটের বেসিক সেটিং সম্পর্কে ধারণা । [ ব্লগ সাইট তৈরী পর্ব-৪ ]

আশা করি সবাই ভালো আছেন ব্লগ সাইট তৈরীর এই গুরুত্বপূর্ন পর্বে আপনাকে স্বাগতম জানায় । আমাদের ওয়েব সাইটের গুরুত্বপূর্ন একটি দিক হলো সাইটের ডিজাইন আমি মনে করি কারণ আপনার সাইটের ডিজাইন যদি ভালো না হইয় ইউজার আকৃষ্ট হয় না। এক ব্লগ বা যেকোন সাইটের ডিজাইন টা ইউজার ফ্রেন্ডলি হলে ভিজিটর গুলো আপনার সাইট ব্রাউজ করে প্রশান্তি পায়।

আপনার সাইট যদি হেজিবিজি হয় না আছে মেনুবার না আছে সার্চ বার কোথায় কি আছে না আছে তা যদি ইউজার না খুঁজে পাই এমনি বিরক্ত হয়ে সাইট থেকে চলে যাবে ।  একটি ব্লগ সাইটের সুন্দর ও সাধারণ ডিজাইন ব্লগের আলাদা একটি বৈশিষ্ট্য বহন করে ।  তো চলুন দেখি কিভাবে ব্লগারে আপনার ব্লগ থীম বা টেমপ্লেট টি পরিবর্তন করবেন ।

Blogger Template:

যেভাবে ব্লগারের টেমপ্লেট পরিবর্তন বা নতুন টেমপ্লেট যুক্ত করবেনঃ

  1. প্রথমে আমি যেই টেমপ্লেট দিলাম ঐ টি ডাউনলোড করে নিন । এটি একটি প্রিমিয়াম থীম সেটি ফ্রি তে ডাউনলোড লিংক দিলাম ।
  2. এখন আপনার ব্লগারের ডাশবোর্ড এ যান । তারপর-
  3. এখন আমি যে থীম বা টেমপ্লেট যায় বলেন না কেন যেটা দিয়েছিলাম ঐটি আনজিপ করে ওর মাঝে থাকা dot.xml যে ফাইল টি আছে ঐটা এখানে আপলো করুন ।

আমাদের থীম বা টেমপ্লেট আপলোড কাজ শেষ এখন আপনার সাইট টা দেখুন সুন্দর একটি লুক পেয়েছে ।

Template Customize:

টেমপ্লেট কাস্টম মাইজ করতে অনেক সময় অনেক কিছু করতে হবে তাই স্ক্রিনশট দিয়ে বুঝানো একটি জঠিল হয়ে যাবে আর আপনাদের বুঝতে ও সমস্যা হবে তাই আমি ভিডিও বানিয়ে দিলাম ভিডিও টি দেখে নিন ।

 

বুঝতে কোন সমস্যা হলে আমাকে ফেসবুকে প্রশ্ন বা এইখানে কমেন্ট করতে পারেন ।  https://facebook.com/iamhabluআমার সাইটঃ https://nanoblog.net