প্রথমে ব্লগার সাইটে চলে যান
পাশে দেখতে পাচ্ছেন ইউজার অপশন সেখানে যাকে অথর নিয়েগ দিবেন তার ইমেইল দিয়ে ইনভাইট করুন
তারপর সে তার মেইলে ইনভাইট এক্সেপ্ট করলে আপনার ব্লগার এর অথোর উপাধি পাবে সে শুধু পোস্ট করতে পারবে আর বাকি অপশন তার থাকবে না
রিকুয়েষ্ট করার কারনে এই পোস্ট করা কমেন্টে চিল্লাচিল্লি করার প্রয়োজন নেই
সাবধান!!!!!! ভুল করে এডমিন বানিয়ে দিয়েন না
এই সিস্টেমের অসুভিধা সমুহ ★
★ যে ব্যাক্তি পোস্ট করবে নিচে তার নাম শো করবে
★ আর যদি আপনি চান তো আগের পোস্ট দেখে আসতে পারেন সেখানে যে কেউ আপনার ব্লগস্পটেপোস্ট করতে পারবে কিন্তু ডিলিট বা অন্য কিছু করতে পারবে না
অনেকে wordpess নিয়ে টানাটানি করছেন৷ আমি বলবো ব্লগার ওয়ার্ডপ্রেস থেকে আরও ভালো এসইও করা যায় যদি আপনি এসইও জানেন এবং খুব দ্রুত র্যাংকিং হয়
তবে ফ্রিতে সেরা সুভিদা বলা যায় আপনি বিনামূল্যে ব্লগার নিয়ে কাজ করতে পারেন wordpress হলে তো কথায় নেই
ধন্যবাদ ভালো থাকুন
আমার ব্লগার এর অথর হতে চাইলে ইনবক্স মি যে কোন বিষয়ে পোস্ট করতে পারেন