আসসালামু আলাইকুম।
অনেকেই অনুরোধ করেছেন ট্রিকজানবিডির থিমটি ফ্রিতে শেয়ার করার জন্য।
তাই সবার অনুরোধ ফেলতে পারলাম না।
থিমটি সবার কাছে যে কারনে ভালো লাগেঃ
(১)লগোর পরে সার্চ বার, এরপরে টাইটেল।
আপনি চাইলে টাইটেলটাকে লিংক করতে পারেন। এরপর থাম্বনাইলের সাইজ ৭২ ৭২ তাই যেকোনো পিকচার এ্যাড করলেই পারফেক্ট হয়ে যায়।
(২) রিছেন্ট পোস্ট গুলো।
(৩) পুরনো পোস্ট পড়ার জন্য ওল্ড পোস্টে ক্লিক করলে পরবর্তী পৃষ্টায় নিয়ে যাবে।
এরপরে আছে গুগল ট্রান্সলেট। এরপর ফিচার্ড পোস্ট।
(৬) ফলো করার জন্য জিমেইল দিয়ে সাবমিট দিতে হবে, তাহলেই ফলোয়ার হয়ে যাবে।
এরপর আছে সাইটের টোটাল ভিজিটর। তারপর ফুটার।
(৭) বাহির থেকে তো অনেক দেখাইছি কথায় আছে না বাইরে ফিটফাট ভিতরে সদরঘাট, তাই ডাউনলোড করার আগে একটু ভিতর টা দেখাই।
পোস্টে ক্লিক করলে প্রথমে এরকম দেখাবে।
(৮) পোস্টের ভিতরে লেখা এবং হালকা ফ্রেমযুক্ত
(৯) পিকচার আপলোড করলে হুবহু অরিজিনাল দেখাবে, বেটে বা লম্বা আকৃতির হবে না।
(১০) এরপরে থাকবে সোসাল আইকন গুলো এবং পোস্ট রিলেটেড পোস্ট গুলো।
(১১) এরপরে কমেন্ট বক্স, এখানে কোন বিরক্তিকর কমেন্টার প্লাগিন নেই।
টেমপ্লেট টি ডাউনলোড করতেএখানে ক্লিক করুন
টেম্পলেটটি তো ফ্রিতে দিলাম!! তবে এক্কেবারে ফ্রি না, যদি সমার্থ থাকে তাহলে একজন গরিব রোজাদার ব্যাক্তিকে ইফতার করিয়েন।
হয়তো এর উছিলায় আপনার মনের আশা শিগ্রই পুরন হয়ে যেতে পারে।
আরো পড়ুনঃ ১। ছেলে সন্তান পেটের কোন দিকে থাকে | ছেলে সন্তান পেটের কোন দিকে নড়ে?
২। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নামগুলো অর্থসহ | জান্নাতি মহিলা সাহাবীদের নামগুলো