Site icon Trickbd.com

ব্লগার ব্লগে প্রতিটি পোস্টের নীচে যুক্ত করুন Like & Dislike বাটন [ Exculsive For blogger user ]

ব্লগার ব্লগে প্রতিটি পোস্টের নীচে যুক্ত করুন Like & Dislike বাটন !

 

লাইক এবং ডিজলাইক খুব মজার একটি জিনিস আমারা যারা ফেসবুক ব্যবহার করি তারা সবাই যানি ফেসবুকে Like করা যাই কিন্তু Dislike করা যাই না তবে আজকে যে ওয়েডগেট মানে বাটন আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটা আপনি ইউটিউব লাইক ডিজলাইক এর মত । এই লাইক বাটন গুলর সব থেকে মজার বিষয় হল আপনি ইচ্ছে মত স্টাইল ব্যবহার করতে পারবেন আপনার ব্লগার ব্লগস্পট ব্লগে । তাহলে একেবারে নীচে থেকে এই বাটন এর ডেমো দেখেনিন আমি নিজেই এটা ব্যবহার করে এমন কি আজকের এই পোস্টেও ব্যবহার করেছি তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনি আপনার ব্লগে ব্যবহার করবেন ।


    Live Demo

অনেকের প্রশ্ন কেন এই লাইক ডিজলাইক বাটন ব্যবহার করবো আসলে এটা ব্যবহার করা না করা সম্পূর্ণ আপনার ব্যাপার এতে আপনার ব্লগের ভিজিটর বাড়বে বা অন্য কোন উপকার হবে তেমন কিছু না এটা ব্যবহার করে আপনি বুঝতে পারবেন আপনার পোস্ট কত জন পছন্দ করেছে আর কতজন পছন্দ করেনি মূলত আমার মতে এটাই এর মূল কাজ ।

কিভাবে Like & Dislike বাটন ব্লগার ব্লগে যুক্ত করবেন !

প্রথমে আপনি আপনার ব্লগার লগইন করুন ড্যাশবোর্ড থেকে Template এবং Edit HTML এ ক্লিক করুন এবং আপনার কীবোর্ড এর CTRL+F প্রেস করে নিচের ট্যাগ টি সার্চ করুন ।

 <data:post.body/>


উপরের ট্যাগ খুজে পেলে আপনি প্রথমেই যেটা পাবেন তার ঠিক নীচে নিচের কোড গুল কপি করে পেস্ট করে দিন

 <br/>
<span class="likebtn-wrapper" data-identifier="likeButton1"></span>
<script>(function(d,e,s){if(d.getElementById("likebtn_wjs"))return;a=d.createElement(e);m=d.getElementsByTagName(e)[0];a.async=1;a.id="likebtn_wjs";a.src=s;m.parentNode.insertBefore(a, m)})(document,"script","//w.likebtn.com/js/w/widget.js");</script>
<br/><br/>

.Code Copy Problem Just Download This Code 

 

Download This Code

উপরের কোড গুল বসানোর পর আপনি একি ভাবে উপরের ট্যাগটি আবার সার্চ করুন দেখুন দ্বিতীয় বার পাবেন মানে এই ট্যাগটি <data:post.body/> এবার একি ভাবে এই ট্যাগ এর নীচে উপরের কোড গুল বসিয়ে দিন ।

। তবে কোড এর শুরুতে এবং শেষ <br/> এটা ব্যবহার করবেন আশাকরি বুঝতে পেরেছেন ।

তাহলে আজকের মত এই পর্যন্ত আবারও দেখা হবে কোন সমস্যা হলে নীচে কমেন্ট করুন , পোস্ট ভাল লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন । ভাল থাকুন সুস্থ থাকুন ।

DaudTech.Com

Exit mobile version